নির্মাণের মাত্র তিন বছরের মাথায় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের প্রধান ফটক বুধবার বিকেলে ধ্বসে পড়েছে। এতে এক নিরাপত্তাকর্মী আহত হয়। আহত নিরাপত্তাকর্মীকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। বুধবার দুপুরে ভারী বর্ষনের কারণে এ দূর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।


প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের প্রধান ফটক বুধবার বিকেল ৫টার দিকে হঠাৎ ধ্বসে যায়। এ সময় জাদুঘরের নিরাপত্তাকর্মী লাল চাঁন মিয়া, নবীর হোসেন, আ্বুল হোসেন ও আনসার সদস্য সাইদ মিয়া দায়িত্ব পালন করছিলেন। ফটক ধ্বসে পরতে দেখে দায়িত্বরতরা দৌড়ে নিরাপদ স্থানে যাওয়ার সময় লালচাঁন নামের এক নিরাপত্তাকর্মী গুরুতর আহত হয়। তবে ঘটনার দিন  জাদুঘর বন্ধ থাকার কারনে এখানে কোন দর্শনার্থী ছিল না। ফলে বড় ধরনের কোন দূর্ঘটনা ঘটেনি। তবে ফটক নির্মাণের ৩ বছরের মাথায় এটি ধ্বসে পড়েছে। বুধবার দুপুর থেকে ভারী বর্ষনে প্রধান ফটক ধ্বসে পড়ার কারণ হতে পারে।
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপ-পরিচালক রবিউল ইসলাম জানান, ফটক তৈরির ডিজাইনে ত্রুটির কারনে এ ঘটনা ঘটতে পারে। তাছাড়া ক্রমাগত ভারি বর্ষণে ধ্বসে পড়ার একটি কারণ হতে পারে।
ফাউন্ডেশনের পরিচালক রবীন্দ্র গোপ জানান, বিষয়টি নিয়ে বৃহস্পতিবার জরুরী সভা ডাকা হয়েছে। সভা থেকে সিদ্ধান্ত নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

Post a Comment

Disqus