সোনারগাঁর বেলাব এলাকায় বৃহস্পতিবার দুপুর বেলা এক ব্যবসায়ীকে মারাত্মকভাবে পিটিয়ে জখম করে তার মালামাল লুট করে নিয়ে যায় দূরবিত্তরা। ঘটনার সাথে জড়িত থাকার কারনে একজনকে পুলিশ গ্রেফতার করেছে ।
পুলিশ এলাকাবাসীর সূত্রে জানা যায়, জামপুর ইউনিয়নের বেলাব গ্রামের ইব্রাহিম মিয়া চাঁদা দাবী করে আসছিল একই এলাকার ব্যবসায়ী আব্দুল কাদেরের কাছে। ইব্রাহিম মিয়া দাবীকৃত চাদাঁ না পেয়ে গতকাল দুপুর বেলা, শাহ জাহান মিয়া, হারুন মিয়া ও আলী হোসেন সহ ৭/৮ জনের সন্ত্রাসী বাহিনী আব্দুল কাদেরের উপর হামলা চালিয় এবং তার সাথে থাকা এক লাখ টাকা মূল্যের খাচি লুট করে পালিয়ে যায়। এলাকা বাসি আহত আব্দুল কাদেরকে উদ্ধার করে দ্রুত সোনারগাঁ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। এই সন্ত্রাসী ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগের কারনে হারুন মিয়া নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করে পুলিশ।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক ঘটনার সত্যতা স্বীকার করে , ব্যবসায়ীকে পিটিয়ে আহত করে মালামাল লুটপাট করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে হারুন মিয়াকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতার করার জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Post a Comment
Facebook Disqus