জহিরুল ইসলাম সিরাজ/বর্তমান বার্তা /০৩.০১.২০১৫
সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সোনারগাঁ জি. আর. মডেল স্কুল এন্ড কলেজে বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সোনারগাঁ জি. আর মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: সুলতান মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন (নারায়ণগঞ্জ-৩) সোনারগাঁ আসনের এমপি লিয়াকত হোসেন খোকা। বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাছের ভূঁঞা। এসময় বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম আবু তালেব, প্রাথমিক শিক্ষা অফিসার আ ফম জাহিদ ইকবাল, শিক্ষানুরাগী আবু নাঈম ইকবাসহ প্রতিষ্ঠানের গভণিংবডির সদস্য ও শিক্ষকরা। পরে প্রধান অতিথি সাংসদ লিয়াকত হোসেন খোকা ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণ করেন।
এছাড়াও সোনারগাঁয়ের সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় বিনামুল্যে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি সাংসদ খোকা সোনারগাঁয়ের শিক্ষার মান উন্নত করার জন্য তিনি সার্বিকভাবে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এছাড়াও সোনারগাঁয়ে ৩ টি শিক্ষা প্রতিষ্ঠান সরকারীকরণ করা হবে বলেও আশ্বাস প্রদান করেন।

Post a Comment

Disqus