মনির হোসনে সুমন / নারায়ণগঞ্জ প্রতিনিধি / ১৪ জানু ২০১৫ / নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বুধবার বিএনপির চলমান আন্দোলনের অংশ হিসেবে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহত ও আহত হয়েছেন অর্ধ শতাধিক।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার বিকেলে  নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ চলছিল। এ সময়ে আওয়ামীলীগের স্থানীয় এমপি শামীম ওসমানের সমর্থকরা অতর্কিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সমাবেশে হামলা করলে ঘটনার সূত্রপাত হয়।
দু’পক্ষের মধ্যে সংঘর্ষ চলাকালে পরিস্থতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলে জমশেদ নামে ছাত্রলীগের এক কর্মী নিহত হয়। আহত প্রায় অর্ধশতাধিক। তাদেরকে আশংকাজনক অবস্থায় নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থল থেকে অদূরবর্তী জেলা প্রেস ক্লাবের সামনে প্রশ্নপত্র ফাঁস বন্ধের দাবিতে অরাজনৈতিক মানববন্ধন করছিল কিছু শিক্ষার্থী। এ সময় সেখানে হামলা হলে শিক্ষার্থীরা দিকদ্বিক ছুটতে থাকে। ঘটনাস্থল থেকে এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
এদিকে বিএনপির স্থানীয় সূত্রে জানা যায়, তাদের শতাধিক কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে।

Post a Comment

Disqus