কথাটি শুনে হয়ত বা হাসি লাগবে অনেকের, অনেকে আবার খাবরিয়ে যাবেন ব্যাপার খান কি? গলা ব্যথার একটি সাধারন কারন গলায় প্রদাহ, যা আবার নানা কারনে হতে পারে। শীতকালে কমন কোল্ডেও গলা ব্যথা হয়। তবে মাথা ব্যথার কারন তা যদি streptoccocus এর কোন virulent জীবণু দ্বারা হয়ে থাকে। যদি এর আক্রমণের সময় কালে উপযুক্ত অ্যান্টিবায়োটিক আমরা না ব্যবহার করি । তবে আমাদের কিডণীতে glomerulitis নামক রোগ হতে পারে। আক্রমণের ৪-৬ সপ্তাহ পরে দেখা যায় জীবনুর বিরুধে তৈরি অ্যান্টবডি আমাদের কিডনীর গ্লোমেরুলার মেম্ব্রানকে জীবণুর অ্যান্টিজেন মনে করে আক্রমণ করে আস্তে আস্তে ধ্বংস করে আমাদের কিডনীগুলো। এরজন্য গলা ব্যথাতে আমাদের উপযুক্ত পরামর্শ নেওয়া উচিত।
Post a Comment
Facebook Disqus