আর্ন্তজাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আবার সেনা মোতায়েন করা শুরু করেছে ইহুদিবাদী ইসরায়েল। আজ সোমবার হামাস ও ইসরায়েলের মধ্যকার পাঁচদিনের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগ মুহূর্তে ইসরাইল এ পদক্ষেপ নিয়েছে।
 ইরানের প্রেস টিভির ভিডিও ফুটেজে দেখা গেছে, গাজা সীমান্তে ইসরায়েলি ট্যাংক ও বুলডোজার জড়ো করা হচ্ছে।
এদিকে, গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী সেনাদের আগ্রাসন বন্ধ এবং একটি দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে ইসরায়েল ও ফিলিস্তিনি প্রতিনিধিদল মিশরের রাজধানী কায়রোয় আজ আবার আলোচনা করবে।
এর আগে, গত বুধবার ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতির মেয়াদ আরো পাঁচ দিন বাড়াতে একমত হয়েছিল। সেই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে যাচ্ছে আজ।
হামাস বলছে, গাজার ওপর থেকে অবরোধ প্রত্যহারসহ তাদের ন্যায্য দাবিগুলো না মানলে কোনোমতেই স্থায়ী যুদ্ধবিরতির চুক্তি হবে না। অন্যদিকে ইসরায়েল বলছে, হামাসকে নিরস্ত্র করা হলেই কেবল তারা অবরোধ তুলবে।

Post a Comment

Disqus