মুশফিকুর রহিমদের ক্লাস নিতে ঢাকায় পৌঁছেছেন অস্ট্রেলিয়ার ক্রীড়া মনোবিদ ডা. ফিল জনসি। রোববার ও সোমবার মিরপুরে সাহারা-বিসিবি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি ভবনে ক্লাস নেবেন তিনি।
ঈদের আগেই বাংলাদেশের প্রধান কোচ চন্দিকা হাথুরুসিংহে জানিয়েছিলেন, ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে পারফরম্যান্স মনোবিদের সহায়তা চান তিনি।
গত ফেব্রুয়ারিতে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর ক্রিকেটাদের আত্মবিশ্বাস ফেরাতে মনোবিদ আলী আজহার খানকে নিয়ে আসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ঈদের আগে এক অনুষ্ঠানে বিসিবি সভাপতিও জানান, মনোবিদের শরণাপন্ন হতে পারেন তারা।
শৃঙ্খলা ভঙের কারণে সাকিব আল হাসানকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করে বিসিবি। বোর্ড প্রধান জানান, কারো সমস্যা থাকলে বাদ নয় প্রয়োজনে বিশেষজ্ঞ এনে ‘কাউন্সিলিং’ করানো হবে।

Post a Comment

Disqus