অনুশীলনে পায়ে চোট পেয়েছেন তামিম ইকবাল। সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সেন্টার উইকেটে ব্যাট করার সময়ে ডান পায়ে চোট পান এই উদ্বোধনী ব্যাটসম্যান।
পেসার তাসকিন আহমেদের ইয়র্কার লেন্থের বল খেলতে গিয়ে চোট নিয়ে মাঠ ছাড়েন বাঁহাতি ব্যাটসম্যান তামিম। বাকি সময়টুকুতে আর অনুশীলন করেননি তিনি।
তামিম সাংবাদিকদের জানান, “পায়ে ব্যথা রয়েছে, বলে অনেক বেশি গতি ছিল। ব্যথার কারণে আজ (সোমবার) এক্সরে করা হয়নি, কাল হতে পারে।”
মঙ্গলবার অনুশীলন করবেন মুশফিকরা। পর দিন নিজেরা ভাগ হয়ে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।

Post a Comment
Facebook Disqus