মাত্র এক সিরিজের ব্যবধানে দুই বার মনোবিদের শরণাপন্ন হয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। উদ্বোধনী ব্যাটসম্যান এনামুল হক মনে করেন, তাদের ক্লাসের সুফল পেতে হলে অপেক্ষা করতে হবে।
অস্ট্রেলিয়ার পারফরম্যান্স মনোবিদ ডা. ফিল জনসির দ্বিতীয় ও শেষ দিনের ক্লাস শেষে মিরপুর সাহারা-বিসিবি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি ভবনে সাংবাদিকদের এনামুল বলেন, “আমরা অনেক সময় অনেক কিছুই ভুলে যাই। তবে উনার কথাগুলো ধরে রাখতে পারলে অনেক কাজে লাগবে।”
এনামুল জানান, ভালো সময়ের ‘বডি ল্যাঙ্গুয়েজ’ খারাপ সময়েও ধরে রাখার দিকে মনোযোগ দিতে বলেন জনসি। একই সঙ্গে আবেগেরও লাগাম ধরে রাখার পরামর্শ দেন তিনি।
“৪/৫টা বল ডট দিলে, আমাদের মনে হতে পারে পরের বলটা মারা উচিত। মেরে দিলে হয়ত চার হতে পারে কিন্তু সেই সময়ে আউট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেই সময়ে কিভাবে নিজেকে নিয়ন্ত্রণে রাখা যায় সে সম্পর্কে তিনি বলেন।”
ছন্দে থাকা উদ্বোধনী ব্যাটসম্যান এনামুল জানান, অনেক সময় ধরে ব্যাটিংয়ের চেষ্টা করার পরামর্শ দেন জনসি।
“এগুলো প্রয়োগ করতে হবে। শুরুতেই ফল পাওয়া যাবে না, তবে আস্তে আস্তে হবে। উনি এলেন, শিখিয়ে দিলেন আর হয়ে গেল এমন না। আমরা এতে অভ্যস্ত হব ধীরে ধীরে। ম্যাচ ও অনুশীলনে এগুলো প্রয়োগ করব। এরপর পর্যায়ক্রমে ফল আসবে।”
গত এপ্রিলে মুশফিকুর রহিমদের ক্লাস নিয়েছিলেন আলী আজহার খান। তিনি খেলোয়াড়দের দীর্ঘ মেয়াদী লক্ষ্য নিয়ে এগুনোর কথা বলেছিলেন। আর জনসি খুঁটিনাটি ব্যাপারগুলোর দিকে বেশি মনোযোগ দেন।
এনামুলের বিশ্বাস দীর্ঘ সময়ের জন্য জনসিকে পেলে আরো উপকৃত হতেন তারা।
“এটা সব সময়ই মনে করিয়ে দেয়ার মতো একটা ব্যাপার। অবশ্যই এগুলো আমরা প্রয়োগ করার চেষ্টা করব। আবার যদি কখনও প্রয়োজন হয়, উনি আসবেন।”
এনামুল জানান, ভালো সময়ের ‘বডি ল্যাঙ্গুয়েজ’ খারাপ সময়েও ধরে রাখার দিকে মনোযোগ দিতে বলেন জনসি। একই সঙ্গে আবেগেরও লাগাম ধরে রাখার পরামর্শ দেন তিনি।
“৪/৫টা বল ডট দিলে, আমাদের মনে হতে পারে পরের বলটা মারা উচিত। মেরে দিলে হয়ত চার হতে পারে কিন্তু সেই সময়ে আউট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেই সময়ে কিভাবে নিজেকে নিয়ন্ত্রণে রাখা যায় সে সম্পর্কে তিনি বলেন।”
ছন্দে থাকা উদ্বোধনী ব্যাটসম্যান এনামুল জানান, অনেক সময় ধরে ব্যাটিংয়ের চেষ্টা করার পরামর্শ দেন জনসি।
“এগুলো প্রয়োগ করতে হবে। শুরুতেই ফল পাওয়া যাবে না, তবে আস্তে আস্তে হবে। উনি এলেন, শিখিয়ে দিলেন আর হয়ে গেল এমন না। আমরা এতে অভ্যস্ত হব ধীরে ধীরে। ম্যাচ ও অনুশীলনে এগুলো প্রয়োগ করব। এরপর পর্যায়ক্রমে ফল আসবে।”
গত এপ্রিলে মুশফিকুর রহিমদের ক্লাস নিয়েছিলেন আলী আজহার খান। তিনি খেলোয়াড়দের দীর্ঘ মেয়াদী লক্ষ্য নিয়ে এগুনোর কথা বলেছিলেন। আর জনসি খুঁটিনাটি ব্যাপারগুলোর দিকে বেশি মনোযোগ দেন।
এনামুলের বিশ্বাস দীর্ঘ সময়ের জন্য জনসিকে পেলে আরো উপকৃত হতেন তারা।
“এটা সব সময়ই মনে করিয়ে দেয়ার মতো একটা ব্যাপার। অবশ্যই এগুলো আমরা প্রয়োগ করার চেষ্টা করব। আবার যদি কখনও প্রয়োজন হয়, উনি আসবেন।”
Post a Comment
Facebook Disqus