বাঁ পায়ের গোড়ালির চোটের কাছে হার মেনেছেন সুরঙ্গা লাকমল। তাই পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলা হচ্ছে না শ্রীলঙ্কার এই পেসারের।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত সপ্তাহে শেষ হওয়া টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে চোট পান লাকমল।
চোট থাকলেও পাকিস্তানের বিপক্ষে লাকমলকে রেখেছিল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। কিন্তু সুস্থ না হওয়ায় ২৭ বছর বয়সী এই পেসার এবার বাদ পড়লেন। তার জায়গায় এখনও নতুন কোনো নাম ঘোষণা করেনি এসএলসি।
টেস্ট সিরিজ শেষে পাকিস্তানের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও লাকমলের খেলা অনিশ্চিত।
ফিটনেস সমস্যা ছিল আরেক পেসার সামিন্দা এরাঙ্গারও। হাতের চোট কাটিয়ে কোনো সমস্যা ছাড়াই তিনি অনুশীলন শুরু করেছেন। তাই আগামী বুধবার থেকে গলে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে খেলতে পারেন তিনি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে ফিল্ডিং করার সময় এরাঙ্গার দুই আঙুলের মাঝে কেটে গেলে আটটি সেলাই লাগে। চোটের কারণে শেষ টেস্টে খেলতে পারেননি ২৮ বছর বয়সী এই পেসার।
পাকিস্তানের সঙ্গে এই সিরিজ দিয়ে টেস্ট ক্যারিয়ারের ইতি টানবেন শ্রীলঙ্কার ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে।
Post a Comment
Facebook Disqus