টেস্ট খেলার অযোগ্য পিচের জন্যে ১৫ হাজার ডলার জরিমানাও করতে পারত আইসিসি। তবে ভালো ক্রিকেট উপহার দেয়ার ইতিহাস শাস্তির হাত থেকে বাঁচিয়ে দেয় স্টেডিয়ামটিকে।

আগামী বছরের অগাস্টে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে অ্যাশেজের চতুর্থ টেস্ট হবে এই মাঠে। তার আগেই টেস্ট মানের পিচ তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন নটিংহ্যামশায়ারের প্রধান নির্বাহী।

পাঁচ বছরের মধ্যে কোনো মাঠের পিচ দ্বিতীয়বারের মতো ‘বাজে’ চিহ্নিত হলে মাঠের কর্তৃপক্ষকে ৩০ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়।

গত ৯ থেকে ১৩ জুলাই ট্রেন্ট ব্রিজে ড্র হওয়া টেস্টে তিন ইনিংসের বেশি হতে পারেনি। প্রথম ইনিংসে ভারতের ৪৫৭ রানের জবাবে ইংল্যান্ড করে ৪৯৬ রান। দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ৩৯১ রান করে করে ভারত।

Post a Comment

Disqus