গোড়ালির চোটের কারণে ভারতের বিপক্ষে চতুর্থ টেস্টের ইংল্যান্ড দল থেকে বাদ পড়েছেন পেসার লিয়াম প্লানকেট। তার জায়গায় ডাক পেয়েছেন স্টিভেন ফিন।
প্রথম দুই টেস্টে খেললেও তৃতীয় টেস্টের দলে ছিলেন না ২৯ বছর বয়সী প্লানকেট। পাঁচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের শেষ দিকে প্লানকেট গোড়ালিতে চোট পেয়েছিলেন বলে জানায় ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। প্রথম দুই টেস্টে ৪১.২৮ গড়ে ৭ উইকেট নেন ১৩টি টেস্ট খেলা এই পেসার।এদিকে, প্রায় এক বছর পর আবারো টেস্ট খেলার সম্ভাবনা ফিনের সামনে। গত বছর জুলাইয়ে ট্রেন্ট ব্রিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষবার টেস্ট খেলেছিলেন তিনি। ওই বছরের শেষ দিকে অস্ট্রেলিয়ার মাটিতে ফিরতি অ্যাশেজের দলে থাকলেও মাঠে নামা হয়নি ২৩ টেস্টে ৯০ উইকেট পাওয়া এই বোলারের।
আগামী বৃহস্পতিবার থেকে ওল্ড ট্র্যাফোর্ডে শুরু হবে চতুর্থ টেস্ট। আর ১৫ অগাস্ট থেকে ওভালে শুরু হবে শেষ টেস্ট।
Post a Comment
Facebook Disqus