নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকা থেকে অপহৃত ব্যবসায়ী সাইফুল ইসলামকে উদ্ধার করেছে র‌্যাব। শুক্রবার মধ্যরাতে তাকে সাভারের নবীনগর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।
নারায়গঞ্জের এসপি ড. মুঈদ উদ্দিন বিষয়টি সোনারগাঁ 24 কে  নিশ্চিত করেছেন  ।
তিনি জানান, অপহরণকারীরা সাইফুল ইসলামকে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে র‌্যাব-৬ এর সদস্যরা তাকে সেখান থেকে উদ্ধার করে।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার পর দোকান বন্ধ করে বের হওয়ার সময় সানারপাড় বাসস্ট্যান্ড থেকে অপহৃত হন ব্যবসায়ী সাইফুল। পরে দোকানের ম্যানেজার আব্দুল হান্নানের কাছে ফোন করে সাইফুল ইসলামের মুক্তিপণ হিসেবে ২০ লাখ টাকা দাবি করা হয়।

Post a Comment

Disqus