নারায়ণগঞ্জে প্যানেল মেয়র নজরুল ইসলামসহ ৭ জনের অপহরণের পর কারা খুন করেছেন তা ভিডিও’র মাধ্যমে দেখাবেন সংসদ সদস্য শামীম ওসমান। এমনটাই বলছেন নিহত নজরুল ইসলামের শ্বশুর সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম।
নজরুল ইসলামসহ খুন হওয়া ৭জনের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম রোডের সানারপাড়ে আয়োজিত জনসভা মঞ্চ থেকে মাইকে শহিদুল ইসলামসহ ঘোষকরা এমন ঘোষণা দিচ্ছেন। রোববার বিকেল ৪টায় জনসভা শুরু হওয়ার কথা রয়েছে।
সভায় সভাপতিত্ব করবেন শহিদুল ইসলাম। প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ নেতা, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। এছাড়া জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখবেন বলে জানা গেছে।
শহিদুল ইসলাম মাইকে বলছেন, ‘আর কিছুক্ষণের মধ্যে জনসভার কাজ শুরু হবে। জনসভায় শামীম ওসমান এমপি সাহেব ভিডিও বার্তার মাধ্যমে দেখাবেন কারা নজরুলসহ ৭জনকে অপহরণ করে হত্যা করেছে। আপনারা দোকানপাট, ফ্যাক্টরি বন্ধ করে জনসভায় আসুন। খুনিদের দেখুন। তাদের বিচারে সোচ্চার হন। দোকানদার ভাইদের বলছি-আপনারা এতোদিন চাঁদা দিতেন। আর চাঁদা দিতে হবে না। খুনিদের শাস্তির জন্য ঐক্যবদ্ধ হন।’
শহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘ওসমান নজরুল ইসলামসহ ৭জনের খুনিদের ভিডিওর মাধ্যমে দেখাবেন এমপি শামীম। এটা আমাকে তিনি (শামীম ওসমান) জানিয়েছেন। এজন্যই মাইকে ঘোষণা দিচ্ছি। এছাড়া টিভির টকশোতেও এমপি সাহেব কারা খুন করেছে তার প্রমাণ ভিডিও রেকর্ডের মাধ্যমে দেখাবেন বলে জানিয়েছেন।’
গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ আদালত থেকে লিংক রোড ধরে ঢাকায় যাওয়ার পথে অপহৃত হন সিটি করপোরেশনের প্যানেল মেয়র এবং ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম এবং তার চার সহযোগী। প্রায় একই সময়ে একই সড়ক থেকে গাড়িচালকসহ অপহৃত হন আইনজীবী চন্দন সরকার। পরে তিন দিন পর গত বুধবার একে একে ছয়জনের এবং পরদিন আরেকজনের লাশ পাওয়া যায় শীতলক্ষ্যা নদীতে।

Post a Comment

Disqus