আগামী ১০ মে’র পর মাইক্রোবাসের কাচে কালো অথবা রঙিন অথবা মার্কারি রঙ কিংবা অস্বচ্ছ কাচ দেখলেই আইনি ব্যবস্থা নেয়া হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গাড়িতে কালো কাচ ব্যবহারের ফলে আইন-শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দাদের পক্ষে গাড়ির ভেতরের লোকজন অথবা পরিবহন করা বস্তু সনাক্ত করা এবং গাড়ি ব্যবহারকারী অপরাধীদের গতিবিধির ওপর  নজর রাখা এবং প্রয়োজনে গ্রেপ্তারে সমস্যার সৃষ্টি হয়।
“ইদানীং উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে অপহরণসহ বিভিন্ন ধরনের অপরাধ সংঘটনে অপরাধীরা গাড়িতে বিশেষ করে মাইক্রোবাসে রঙিন, কালো, মার্কারি ও অস্বচ্ছ গ্লাস ব্যবহার করছে।”
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালও মাইক্রোবাসের রঙিন কাচ ব্যবহার নিষিদ্ধের ইঙ্গিত ইতোপূর্বে দিয়েছিলেন।
শুধু মাইক্রোবাস কেন- এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “একটি মাইক্রোবাসে ১০/১২ জন অবস্থান করতে পারে। প্রাইভেটকার বা অন্য গাড়িতে তেমন বেশি মানুষ অবস্থান নিতে পারে না। ফলে অপহণের ঘটনা মাইক্রোবাসেই বেশি হয়।”
তবে পর্যায়ক্রমে সব গাড়িতে রঙিন কাচ ব্যবহার নিষিদ্ধ করা হবে বলেও জানান তিনি।
সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে পরিবেশ আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামীকে মাইক্রোবাসে করে অপহরণ করা হয়েছিল। ৩৫ ঘণ্টা পর তিনি মুক্তি পান।
গত রোববার নারায়ণগঞ্জে ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম ও প্রবীণ আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজন অপহৃত হন। এর মধ্যে ছয়জনের লাশ বুধবার শীতলক্ষ্যা নদীতে পাওয়া গেছে।

Post a Comment

Disqus