নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চরভুলুয়া এলাকায় এক দম্পতির রহস্যজনক মৃত্যু হয়েছে।পুলিশ শুক্রবার তাদের লাশ উদ্ধার করেছে। এসময় লাশের উপর থেকেও ব্যাগে ভর্তি এ দম্পতির দুই শিশু কন্যাকে জীবিত উদ্ধার করা হয়েছে।
পুলিশ এলাকাবাসী জানান, উপজেলার সনমান্দি ইউনিয়নের চরভুলুয়া গ্রামের মোমেন মিয়ার ছেলে সুমন মিয়া (৩৩) তিন বছর আগে পরিবারের সদস্যদের না জানিয়ে প্রেম করে আয়শা আক্তার (২৫)কে বিয়ে করেন। পরিবারের সদস্যরা তাদের বিয়ে মেনে না নেওয়ার কারনে তিন বছর ধরেই তারা ঢাকা নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থানে বসবাস করতেন। এ দম্পতির সুর্বনা আক্তার দেড় বছর ও সুকন্যা আক্তার দেড় মাস বয়সী দুটি কন্যা শিশু রয়েছে। শুক্রবার সকালে গ্রামের কৃষকরা জমি চাষ করতে গিয়ে শিশুদের কান্নার শব্দ পেয়ে এগিয়ে গিয়ে দেখতে পান স্বামী-স্ত্রীর পাশাপাশি দুটি লাশ পড়ে আছে। সুমন মিয়ার লাশের পাশে বসে দেড় বছরের সুর্বনা কান্নাকাটি করছে এবং একটি সিমেন্টের খালি ব্যাগের ভেতরে দেড়মাস বয়সী সুকন্যা কান্নাকাটি করছে। পরে এলাকাবাসীরা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে এ দম্পতির লাশ উদ্ধার করে নারায়নগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এবং দুই শিশুকে সুমন মিয়ার বাবা মার হেফাজতে রাখেন।
নিহত সুমন মিয়ার বাবা মোমেন মিয়া জানান, পরিবারের কাউকে না জানিয়ে আমরা তাকে মেনে নেইনি। এ কারনেই তারা আত্মহত্যা করল নাকি কেউ পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে তা আমরা বুঝতে পারছিনা।
এ দম্পত্তির লাশের সুরতহাল তৈরী করেছেন সোনারগাঁ থানার উপ পরিদর্শক(এসআই) মেজবা উদ্দিন। তিনি জানান, লাশের কোথাও আঘাতের চিহৃ পাওয়া যায়নি। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে তাদের কিভাবে মৃত্যু হয়েছে।তবে লাশের পাশে একটি কীটনাশক বোতল পাওয়া গেছে।
এদিকে পুলিশ ও এলাকাবাসীরা জানান, বৃহস্পতিবার রাতের যে কোন সময় এ দম্পতির মৃত্যু হলেও বৃহস্পতিবার রাতে সোনারগাঁয়ে মুষলধারে বৃষ্টি হয়। এত বৃষ্টির মধ্যেও শিশু দুটি অক্ষত রয়েছে। তাদের শরীরের কাপড় ভেজা পাওয়া যায়নি। এ কারনেই এ দম্পতির মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। এটি পরিকল্পিত হত্যা নাকি আত্মহত্যা তা তদন্ত করে বের করার জন্য পুলিশকে অনুরোধ জানিয়েছেন সুমন মিয়ার পরিবারের সদস্যরা।
এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে সুমন মিয়ার বাবা মোমেন মিয়া বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।

Post a Comment
Facebook Disqus