বিচারপতিদের অভিশংসন বা অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের কাছে ফেরাতেসংবিধানের ষোড়শ সংশোধন আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপত্বিতে এ অনুমোদন দেয়া হয়। পরেমন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভুঁইঞা সাংবাদিকদের এ বিষয়ে অবগত করেন।
সংশোধিত আইনের খসড়ার বিভিন্ন দিক তুলে ধরে তিনি বলেন, রাষ্ট্রপতি এবংসংসদের দুই তৃতীয়াংশ সদস্যের অনুমতি ছাড়া সুপ্রিম কোর্টের কোনো বিচারককেঅপসারণ করা যাবে না।
মন্ত্রিসভা বৈঠকে নীতিগত অনুমোদন পাওয়ার পর বিধি অনুযায়ী আইনের খসড়া যাবেসংসদীয় স্থায়ী কমিটিতে। এরপর দশম সংসদের তৃতীয় অধিবেশনেই এ-সংক্রান্ত বিলউপস্থাপনের সম্ভাবনা রয়েছে। আইনটি সংসদে পাস হলে সংবিধানে ষোড়শ সংশোধনঅন্তর্ভুক্ত হবে।
১৯৭২ এর মূল সংবিধানে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ছিল।পঞ্চম সংশোধনীর মাধ্যমে সামরিক শাসক জিয়াউর রহমান তা সুপ্রিম জুডিশিয়ালকাউন্সিলের হাতে তুলে দেন। ২০১১ সালে পঞ্চদশ সংশোধনীতে সংবিধানের অনেকরদবদল করা হলেও ৯৬ অনুচ্ছেদের ওই ধারাটি ফিরিয়ে আনা হয়নি।
তবে সম্প্রতি বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দিতেসরকারের কাছে সুপারিশ করে আইন কমিশন। তার ভিত্তিতেই ফের সংবিধান সংশোধনেরউদ্যোগ নেয় সরকার। যার খসড়া উঠলো মন্ত্রিসভায়।

Post a Comment
Facebook Disqus