সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য জাকির মেম্বারের বিরুদ্ধে সেমাইচিনি ও চাল-ডাল আত্বসাতের অভিযোগ পাওয়া গেছে। আর এ কারণে এলাকার অনেক গরীব-দুঃখী মানুষ ঈদেঁর সেমাই-চিনিচাল-ডাল ছাড়াই ঈদঁ করেছে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ লক্ষ্য করা গেছে

এলাকাবাসী জানায়সোনারগাওঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের এলাকার গরীব দুঃখী মানুষের জন্য সোরগাওয়েঁর সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার পক্ষ থেকে ১৫০ জনকে ঈদ সামগ্রী বরাদ্দ দেয়া হয়। যার মধ্যে ছিল ১ কেজি চিনি১ কেজি চাল১ কেজি লবন,আধা কেজি সেমাইআধা লিটার তৈল। খিদিরপুর এলাকায় ৩০ জন গরিব দু:খীর জন্য ঈদ সামগ্রী বরাদ্দ থাকলেও সেখানে মাত্র ৪/৫ জনের মধ্যে ঈদ সামগ্রী বিতরন করে বাকী ঈদ সামগ্রী আত্মসাত করেন জাকির মেম্বার। খোজ নিয়ে জানা গেছে অত্র ৩ নং ওয়ার্ডের ভারগাও ,বাটপাড়াচিরিপাড়াকাজীপাড়াদর্গাবাড়ী গ্রামের গরীব লোকদের জন্য বরাদ্দকৃত ঈদ সামগ্রী থেকেও জাকির মেম্বার বিপুল পরিমান ঈদ সামগ্রী আত্বসাৎ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। কিছু লোক যাদের ঈদ সামগ্রী দিয়েছেন তা থেকেও অর্ধেক ঈদ সামগ্রী রেখে দিয়েছেন বলে জানা গেছে। এছাড়া জাকির মেম্বারের বিরুদ্ধে টি আর,কাবিখাকাবিটাঘুষের টাকার বিনিময়ে রাস্তা নির্মানসহ ব্যাপক দূর্নীতির অভিযোগ রয়েছে। এ ব্যাপারে জাকির মেম্বার বলেনআমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যাআমি ঈদ সামগ্রী ঠিকভাবেই বিতরন করেছি। এ ব্যাপারে সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আঃ রশিদ মোল্লা বলেনএ ব্যাপারে আমি কিছু জানিনাএম পি সাহেব ওনার পছন্দমত লোকদের মাধ্যমে ঈদ সামগ্রী পাঠিয়েছেন

Post a Comment

Disqus