সোনারগাঁ ২৪ ডটকমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আরমান হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে মোগরাপাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক(এসআই) ওবায়দুল হক ও নাসির উদ্দিন সরকার সঙ্গীয় সোর্স নিয়ে উপজেলার মোগরাপাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে আরমান হোসেনকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১’শ পিস ইয়াবা বড়ি, ক্রিস, ছোড়া, চাপাতি, সাবল উদ্ধার করা হয়। তিনি আরো জানান, গ্রেফতারকৃত আরমানের বিরুদ্ধে হত্যা, ডাকাতি,চাদাবাজী, ছিনতাই, মাদকসহ ১১টি মামলা রয়েছে। সে সোনারগাঁ থানা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী।

Post a Comment
Facebook Disqus