সোনারগাঁ ২৪ ডটকমঃ নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা বিল্লাল হোসেন হত্যা মামলার আসামী ১৬ জন আওয়ামীলীগ নেতাকর্মীদের সোমবার জেলহাজতে পাঠিছেন আদালত। জানা যায়উপজেলার সনমান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক বিল্লা

হোসেনকে গত ২৭ জুন কুপিয়ে হত্যা করা হয়। এ হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিল্লা হোসেনের ছেলে মাসুম মিয়া বাদী হয়ে সনমান্দি ইউনিয়ন আওয়ামীলীগের দুই সদস্য আনোয়ার হোসেনশহীদুল্লাহ ও একই ইউনিয়ন যুবলীগের সাদারন সম্পাদক বজলুর রহমান সহ ২০ জন আওয়ামীলীগ ও যুবলীগ নেতাকর্মীর বিরুদ্ধে সোনারগাঁ থানায় একটি মামলা করেন
বিল্লা হোসেন হত্যা মামরার বাদী পক্ষের আইনজীবি নারায়ণগঞ্জ জেলা আইনজীবি সমিতির সভাপতি শাখাওয়াত হোসেন জানানএ হত্যা মামলার ২০ জন আসামীর মধ্যে ১৬ জন উচ্চ আদালতের দুই সপ্তাহের আগাম জামিনে ছিলেন। গতকাল সোমবার নারায়ণগঞ্জের জৈষ্ঠ বিচারিক হাকিম চাদনী রুপমের আদালতে ১৬ জন আসামী হাজির হওয়ার পর আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেনযাদের কারাগারে পাঠানো হয়েছে তারা হলেনআওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেনশহীদুল্লাআওয়ামীলীগ কর্মী মোবারক হোসেনআবুল হোসেনমোস্তফা মিয়ামোশারফ হোসেনআবু মিয়াআল আমিনমজিবর রহমানমোক্তার হোসেনআক্তার হোসেনদেলোয়ার মিয়াখাইরুল ইসলামজিয়াউর রহমানদেলোয়ার হোসেনকামাল হোসেন। অপর আসামী তারা মিয়া পুলিশের হাতে গ্রেফতারের পর জামিনে রয়েছেন। এ মামলার তিন জন আসামী পলাতক রয়েছেন। তারা হলেন বজলুর রহমানমতিউর রহমান ও মোমেন মিয়া। আসামী পক্ষের মামলা পরিচালনা করেনখোকন সাহা ও আনিসুর রহমান দীপু

Post a Comment

Disqus