সোনারগাঁ ২৪ ডটকমঃ অবৈধ গ্যাস সংযোগ রক্ষা করার জন্য সোনারগাঁ বাসীকে সাথে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে জ্বালানী মন্ত্রনালয়ের সংসদীয় কমিটি থেকে পদত্যাগ করব। সোমবার বিকেলে উপজেলার সোনাখালী এলাকায় বাংলা ফুড এন্ড বেভারেজ কোম্পানীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা এ কথা বলেন।  

তিনি বলেনএ অবৈধ গ্যাস সংযোগ যে ভাবে হোক গ্যাস সংযোগ বৈধ করা হবে। গ্যাস সংযোগ বৈধ করার জন্য জ্বালানী মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ও চেয়ারম্যান বরাবর ডিও লেটার দেওয়া হয়েছে। 
তারা আমাকে গ্যাস সংযোগ বৈধ করার আশ্বাস দিয়েছেন। যারা জনগনকে বোকা বানিয়ে গ্যাস সংযোগের নামে নিম্ন মানের যন্ত্রাংশ দিয়ে গ্যাস সংযোগ দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন
সভায় বাংলা ফুড এন্ড বেভারেজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এসএম জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের আরো উপস্থিত ছিলেন,উপজেলা পরিসদের ভাইস চেয়ারম্যান শাহ আলম রূপন

Post a Comment

Disqus