বারাসাত আদালত হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা চলছে নারায়ণগঞ্জের বহুল আলোচিত সেভেন মার্ডার মামলার প্রধান আসামি নূর হোসেনের। স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে আদালতে তোলা হবে।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে কলকাতার দমদম নেতাজী সুভাস চন্দ্র বোস বিমানবন্দরের পাশে কৈখালী এলাকার একটি ফ্ল্যাট থেকে পাঁচ সহযোগীসহ তাকে গ্রেফতার করে কলকাতা পুলিশের সন্ত্রাসবাদবিরোধী শাখা।
কলকাতা পুলিশের অ্যান্টি টেরোরিজম স্কোয়াডের (এটিএস) এসিপি অনিমেষ সরকারের নেতৃত্বে একটি টিম এ অভিযান চালায়।
কলকাতার দমদম পুলিশ স্টেশন থেকে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করা হয়।
স্টেশনের একজন পুলিশ কর্মকর্তা আরও জানান, কৈখালী এলাকার একটি ফ্ল্যাট বাসা থেকে নূর হোসেনসহ সাত খুন মামলার আসামি আনোয়ার হোসেন আশিক, সুমন, শামীমসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়।
জানা যায়, নূর হোসেনের কাছ থেকে গুলিভর্তি একটি রিভলবার, বাংলাদেশ ও ভারতের ১০টি মোবাইল সিম কার্ড, একটি ল্যাপটপ, পেনড্রাইভ, সিডি ও গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র উদ্ধার করা হয়েছে। ইন্টারপোলের সহায়তায় শনিবার রাতে কৈখালী এলাকার ‘এ’ ব্লকের ইন্দ্রপ্রস্থ নামের একটি ভবনের চতুর্থ তলা থেকে তাদের গ্রেফতার করা হয়। চিকিৎসার নাম করে ফ্ল্যাটটি ভাড়া নেওয়ার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন নূর হোসেন।
তবে বিভিন্ন মিডিয়ায় নূর হোসেনের ছবি প্রকাশ ও তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় বিশেষ ‍অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানায় কলকাতা পুলিশ।

পরবর্তি
Newer Post
পরবর্তি
সর্বশেষ পোষ্ট সমুহ

Post a Comment

Disqus