বখাটেদের নির্যাতনের প্রতিবাদ করায় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে চেঙ্গাকান্দী গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় বখাটেরা এক ব্যাংক কর্মকর্তাসহ ৫ জনকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্তকভাবে আহত করেছে। আহতদের মূমুর্ষ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পঙ্গু হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।এই ঘটনায় শুক্রবার সন্ধ্যায় সোনারগাঁ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দী সড়কে বৃহস্পতিবার সন্ধ্যায় একটি ব্যাটারী চালিত অটোরিক্সা নিয়ন্ত্রন হারিয়ে খাদে উল্টে পড়ে যায়। এতে ওই অটো রিক্সার চালক মাঈন উদ্দিন আহত হয়। দূর্ঘটনা কবলিত ওই অটোরিক্সাটির চালক আহত অবস্থায় এলাকাবাসীর সহযোগিতায় তার গাড়ীটি উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় বখাটে যুবক নজরুল ইসলাম নজু ও রফিকুল ইসলাম তাতে বাধা দেয়। এসময় ওই দুই বখাটে যুবক অটোরিক্সার চালক মাঈন উদ্দিনের কাছ থেকে গাড়ী দূর্ঘটনায় পড়ার জের হিসেবে ৫ হাজার টাকা চাঁদা দাবী করে। দাবীকৃত চাঁদা না দেওয়ায় ওই দুই বখাটে অটোরিক্সাটি আটক করে রাখে ও এর চালককে মারধর শুরু করে। এই ঘটনার প্রতিবাদ করায় ওই দুই বখাটে ও তাদের সহযোগি ৮/১০ জন একত্রিত হয়ে সোনালী ব্যাংকের কর্মকর্তা জয়নাল আবেদীনকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্তকভাবে আহত করে। খবর পেয়ে ওই ব্যাংক কর্মকর্তার বাড়ির লোকজন পার্শ্ববর্তী মনাইরকান্দি গ্রাম থেকে ঘটনাস্থলে ছুটে আসলে বখাটেরা তার পরিবারের দুই সদস্য ব্যবসায়ী সোহেল ও জুয়েলসহ ৫ জনকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্তকভাবে আহত করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী মূমুর্ষ অবস্থায় তাদেরকে উদ্ধারের পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পঙ্গু হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে নিয়ে ভর্তি করে।
এই ঘটনায় শুক্রবার বিকেলে আহত জুয়েলের চাচা মোঃ করিম মিয়া বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
সোনারগাঁও থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ রিজাউল হক সোনারগাঁও 24 ডটকমকে জানান, এব্যাপারে থানায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Post a Comment
Facebook Disqus