বর্তমান বার্তা ডট কম / খেলা/ ১৯ ফেব্রুয়ারি/ বিশ্বকাপের অষ্টম ম্যাচে মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে ও সংযুক্ত আরবআমিরাত। টস জিতে প্রথমে সংযুক্ত আরব আমিরাতকে ব্যাট করার আমন্ত্রণ জানানজিম্বাবুয়ের অধিনায়ক এল্টন চিগুম্বুরা।প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৫ রানেরলড়াকু
সংগ্রহ দাঁড় করে সংযুক্ত আরব আমিরাত। ২৮৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাটকরছে জিম্বাবুয়ে।এ রিপোর্ট লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ৩২ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৭রান। জয়ের জন্য এখনো প্রয়োজন ১১৯ রান। হাতে রয়েছে ৬টি উইকেট ও ১৮ ওভার।বৃহস্পতিবার নেলসনে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম উইকেট জুটিতে ২৬ রানতোলে সংযুক্ত আরব আমিরাত। এরপর চাতারার বলে ব্যক্তিগত ৭ রানে আউট হন আমজাদআলী। ৪০ রানের মাথায় ফিরে যান বেরেঞ্জার (২২)।তৃতীয় উইকেট জুটিতে কৃষ্ণ চন্দ্রন ও খুররম খান মিলে দলীয় স্কোরকে টেনেনিতে থাকেন। এ জুটি ৮২ রান সংগ্রহ করেন। এরপর দলীয় ১২২ রানে ফিরে যান কৃষ্ণ (৩৪)। বেশিক্ষণ টিকতে পারেননি খুররমও। দলীয় ১৩৪ রানে সাজঘরে ফেরেন তিনিও (৪৫)।এরপর স্বপ্নীল পাতিলকে সঙ্গে নিয়ে পঞ্চম উইকেট জুটিতে ৮২ রান সংগ্রহকরেন সাইমান আনোয়ার। দলীয় ২১৬ রানে উইলিয়ামসের বলে আউট হন স্বপ্নীল পাতিল (৩২)। ২৩০ রানে রোহান মুস্তাফাকে নিজের তৃতীয় শিকারে পরিণত করেন চাতারা।আরব আমিরাতের সপ্তম ব্যাটসম্যান হিসেবে ২৩২ রানে আউট হন দলীয় সর্বোচ্চ৬৭ রান করা সাইমান আনোয়ার। এরপর অষ্টম উইকেট জুটিতে আমজাদ জাভেদ ও মোহাম্মদনাভিদ অপরাজিত থেকে ৫৩ রানের জুটি গড়েন। তাদের এই জুটিতে ভর করে সংযুক্তআরব আমিরাতের সংগ্রহদাঁড়ায় ২৮৫ রান।

Post a Comment
Facebook Disqus