ষ্টাফ রিপোর্টার /বর্তমান বার্তা /২ ফেব্রুয়ারী ২০১৫
বিগ বসের এবারের সিজনটি যাঁরা যাঁরা দেখেছেন তারা প্রত্যেকেই একটি ব্যাপার লক্ষ্য করেছেন যে গৌতমের প্রতি সালমানের সহানুভূতি আর পক্ষপাতিত্ব কিছুটা হলেও রয়েছে। তবে ব্যাপারটি এমন নয় যে সালমান কখনই গৌতমের ভুলগুলো নিয়ে কথা বলেননি। তবে বিগ বসের বাড়ির অন্যান্য সদস্যরা ভেবেই নিয়েছিলেন যে এবারের জয়ী আর কেউ নন গৌতমই হতে যাচ্ছেন।
শেষমেশ তাই হল। তবে এবার বলিউড জুড়ে নতুন গুঞ্জনের তৈরি হয়েছে যে বিজয়ীর নাম ঘোষণা হবার আগেই গৌতমের প্রতি সালমানের বিজয়ী বার্তা পৌঁছে যাওয়া। তবে কি গৌতমের জয়ের পেছনে কাজ করেছে সালমানের হাত?
গৌতম জানান তিনি বিজয়ীর নাম ঘোষণা হবার আগেই সালমানের একটি কথা থেকেই বুঝতে পেরেছিলেন যে তিনিই হতে যাচ্ছেন বিগ বস সিজন আটের সেরা সেলিব্রেটি। আর তাই হয়েছে। কারিশমা তান্নার সাথে বাকবিতন্ডার পর তিনি পুরো ঘরে একা পড়ে যান। তখন সালমান তাকে একটি কথাই বলেন যা তাকে বিজয়ের ইঙ্গিত দিয়েছিল। আর তা হল সালমান বলেছিলেন, এই বাড়ির বাইরে আপানার আসল জীবন অপেক্ষা করছে। আর এখন সময় হল আপনি আসলে কোনটি নির্বাচন করবেন বিজয় নাকি মনুষ্যত্ব।
বিগ বসের বাড়ির বাইরেও গৌতমের সাথে সালমানের পরিচয় ছিল। তারা একই জিমে ওয়ার্কআউট করতে যেতেন। সেখানেই গৌতমের সাথে সালমানের পরিচয় এবং আপালচারিতা হতো। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিউকামারদের নিয়ে আসায় সালমানের বিশেষ হাত রয়েছে। অনেকেই মনে করতে পারেন গৌতমকে বলিউডে প্রবেশের একটি সুনির্দিষ্ট পথ করে দিয়েছেন।
কেননা এখন শোনা যাচ্ছে গৌতম বলিউডে পা রাখতে চলেছেন। আর তার বিপরীতে কৃতী শেনন থেকে শুরু করে আলিয়া ভাট এমনকি শ্রদ্ধা কাপুরের কথা ভাবা হচ্ছে।

Post a Comment
Facebook Disqus