ষ্টাফ রিপোর্টের / বর্তমান বার্তা / ২ ফেব্রুয়ারী ২০১৫
চমক নিয়ে গণমাধ্যমের সামনে হাজির হওয়ার ঘোষণার পর এবার রাত ১২টার মধ্যে খালেদা জিয়াকে পদত্যাগে সময় বেঁধে দিয়েছেন কামরুল হাসান নাসিম, যিনি নিজেকে ‘আসল বিএনপির’ নেতা দাবি করছেন।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ আল্টিমেটাম দেন।
‘আসল বিএনপির’ দাপ্তরিক সম্পাদক জাভেদ ওমর স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, “সোমবার রাত ১২টার মধ্যে বেগম জিয়া পদত্যাগ না করলে ৬ ফেব্রুয়ারি ১৭০০ জিয়া সৈনিক পদত্যাগ নিশ্চিতে চেয়ারপারসনমুখী হবে।”
বিএনপির ভাষায় ‘মানসিক ভারসাম্যহীন’ নাসিম ৬ ফেব্রুয়ারির মধ্যে খালেদা জিয়া ও তারেক রহমানকে বিএনপি থেকে পদত্যাগের আহ্বান আগেই জানিয়েছিলেন।
সর্বশেষ সময় বেঁধে দিলেন তিনি, যাকে মানসিক ভারসাম্যহীন বলে আখ্যায়িত করছে বিএনপি নেতারা।
নাসিম বলেন, “বাংলাদেশের চলমান রাজনীতি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গভীরভাবে উদ্বিগ্ন। একদিকে ক্ষমতাসীন দলের গণতান্ত্রিক আবহে স্বৈরতান্ত্রিক শাসন পদ্ধতি, আর অন্যদিকে আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুরোপুরি রাজনৈতিক অপশক্তির ধারক হয়ে পড়া।”
দেশের স্কুলে যাওয়া শিক্ষার্থীদের ও এসএসসি পরীক্ষার্থী এবং সারাদেশে নানা রকম নাশকতায় ভুক্তভোগী সাধারণ মানুষের জন্য সহানুভূতি প্রকাশ করা হয় ‘আসল বিএনপির’ পক্ষ থেকে।
খালেদা জিয়ার পদত্যাগই এই মুহূর্তে দল ও দেশের সংকট উত্তরণের একমাত্র পথ বলে মনে করেন নাসিম।
তিনি বলেন, “তবে দীর্ঘ মেয়াদী সংকট মোকাবেলায় শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে প্রধানমন্ত্রীকেও নিকট ভবিষ্যতে নবধারার কার্যত আসল বিএনপির সঙ্গে সংলাপ করে সমাধানে পৌঁছুতে হবে।”
গত ১৬ জানুয়ারি হোটেল ওয়েস্টিনে এক সংবাদ সম্মেলনে নিজেকে ‘আসল বিএনপির’ মুখপাত্র দাবি করে গণমাধ্যমে আলোচনায় আসেন নাসিম।


Post a Comment
Facebook Disqus