জহিরুল ইসলাম সিরাজ/বর্তমান বার্তা/ ১৪ ফেব্রুয়ারি ২০১৫ ঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন মাসব্যাপী মেলা শেষ হল । ১৪ ফেব্রুয়ারি বিশ্বভালবাসা দিবসের মধ্যে দিয়ে এ মেলার সমাপ্ত ঘটে। ব্যবসায়ীদের চোখের মুখে পানি ঝড়ানো পরিস্থিতি লক্ষ্য করা দেখা গিয়েছে। বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা অবরোধ ও হরতালের কর্মসূচির মধে চলছিল বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন মাসব্যাপী মেলা। মেলার শেষ দিন, ভালবাসা দিবস উপলক্ষেও ফাউন্ডেশন চত্বরে ভালবাসা প্রেমিদেরও লক্ষ্য করার মত কিছু দেখা যায়নি। মেলায় গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, ১৪ জানুযারি থেকে ১ ফেবব্রুয়ারি পর্যন্ত মাসব্যাপী মেলা চলে কিন্তুু অন্যান্য বছরের তুলনায় এ বছর মেলায় ব্যবসা করে প্রতিদিন লাভের তুলনায় দুই / তিন হাজার টাকা করে লোকসান গুনতে হয়েছে ব্যবসায়ীদের। প্রতিটি স্টল ভাড়া , কর্মচারিদের বেতন ও খাওয়া-দাওয়াসহ ব্যবসায়ীদের গড়ে ৫০ থেকে ষাট টাকা ব্যবসার মূলধন থেকে ক্ষতি হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে আরও কয়েকজন ব্যবসায়ী বলেন, ক্ষমতাশীল দলের কিছু নেতাকর্মী থেকে ষ্টল ভাড়ায় নিয়েছি। প্রতিটি স্টলের জন্য ২০ হাজার টাকা করে দিতে হয়েছে। দেশের পরিস্থিতির কারনে কিছু টাকা কম নেওয়ার জন্য অনুরোধ করা হলেও তাদের থেকে আমাদের কোনো রকম আন্তুরিক দেখাননি।
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের সহকারি পরিচালক (ইনচার্জ) রবিউল ইসলাম মেলা সম্পর্কে বলেন, দেশে অবরোধ, হরতাল ও নাশকতা কর্মকান্ড চলার কারনে এবার মেলায় লোকজন আসতে পারেনি। ব্যবসায়ীদে ব্যাপারে বলেন, অন্য বছরের তুলনা এ বছর ব্যবসায়ীদের লাভ না হলেও লস হয়নি। ভালবাসা দিবস উপলক্ষে আজ (১৪ ফেব্রুয়ারি শনিবার) মেলার শেষ দিনে দর্শনার্থী চোখে পড়ার মত ছিল।
jpg.jpg)
Post a Comment
Facebook Disqus