
বর্তমান বার্তা/১৫ ফেব্রুয়ারি/ ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের একটি ক্যাফেতে হামলার কয়েক ঘণ্টা পরএবার ইহুদি উপাসনালয়ে হামলা চালিয়েছে এক বন্দুকধারী। এতে একজন নিহত ও দুজনপুলিশ আহত হয়েছেন।ডেনিশ টিভি চ্যানেল টিভি২ জানিয়েছে, রাজধানীর বড় মেট্রো ও
ট্রেনস্টেশননরপোর্ট সংলগ্ন ওই উপাসনালয়ে রোববার সকালে ওই হামলা চালানো হয়। আহতঅবস্থায় পুলিশ সদস্যদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।ওই ঘটনার ঠিক কয়েক ঘণ্টা আগে কোপেনহেগেনের উত্তরের একটি ক্যাফেতে বন্দুকহামলা চালানো হয়। এতে অন্তত একজন নিহত ও তিন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন।বিবিসি জানিয়েছে, হামলার সময় ওই ক্যাফেতে ‘ধর্ম অবমাননাকর’ (ব্লাসফেমি)বিষয়ে একটি সেমিনার চলছিল। সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরাসিরাষ্ট্রদূত ফ্রাঁসোয়া জিমারে এবং বিতর্কিত ডেনিশ কার্টুনিস্ট লার্স ভিল্কস।এই ভিল্কস ২০০৭ সালে মহানবী হজরত মুহাম্মদ (সা.)কে নিয়ে কার্টুনএঁকেছিলেন।তবে ক্যাফের হামলার সঙ্গে উপাসনালয়ে হামলার যোগসূত্র আছে কি না, নিরাপত্তা বাহিনী তা স্পষ্ট করেনি। উপাসনালয়ে হামলার ব্যাপারে বিস্তারিতকিছু বলাও হয়নি।তবে পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, ক্যাফেতে দুজনবন্দুকধারী অন্তত ৪০ রাউন্ড গুলি চালিয়েছে। হামলাকারীদের আটকের চেষ্টাকরছে। তাৎক্ষণিকভাবে হামলার দায় কেউ স্বীকার করেনি।তথ্যসূত্র: আলজাজিরা,বিবিসি।
Post a Comment
Facebook Disqus