ফারুক হাসান / বর্তমান বার্তা / ১০ ফেব্রুয়ারি ২০১৫ ঃ  শিক্ষার মান উন্নয়নের পাশা পাশি  শিক্ষার্থীদের মেধা উন্নয়নে অভিভাবক শিক্ষক ও সচেতন মহলের সম্মলিত প্রচেষ্ঠা থাকতে হবে । মেধাবী ছাত্র ছাত্রীদের উৎসাহ দিয়ে মেধার বিকাশ ঘটাতে হবে । সমাজে অনেক অসামর্থ অভিভাবক তাদের মেধাবী ছেলে মেয়েদের পড়া লেখা করাতে হিমসিম খাচ্ছে । গনতন্ত্রের মানস কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে এবং বিভিন্ন ভাবে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে শিক্ষাউপকরন প্রদান সহ যুগউপযোগি শিক্ষাকাঠামো গড়ে তোলতে প্রয়াশ চালাচ্ছেন। সোনারগাঁয়ের শিক্ষাব্যবস্থা ঢেলে সাজিয়ে শিক্ষার মান উন্নয়নে আমি কাজ করে যাচ্ছি পাশা পাশি শিক্ষার্থীদের মেধাবিকাশে উৎসাহ দিতে আমি ভিবিন্ন সময়ে পুরস্কার প্রদান করে থাকি । গত কাল সন্ধায় মোগরা পাড়া চৌরাস্থায় সংসদ সদস্যের কার্যালয়ে সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগিতা ২০১৪ ( বাংলাদেশ স্টাডিস ) বিষয়ে ঢাকা ভিভাগে প্রথম স্থান অধিকারী মাহাজাবিন মুস্তারী নওশীন এর হাতে পুরস্কার প্রদান কালে নারায়ণগঞ্জ-৩ সোনারগঁ আসনের এম পি লিয়াকত হোসেন খোকা এসব কথা বলেন ।  মেধাবী ছাত্রী মাহাজাবিন মুস্তারী নওশীন সোনারগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আফজাল মোস্তাকিম ও ফৌজিয়া সুলতানার এর মেয়ে । নিজস্ব অর্থায়নে  পুরুস্কার হিসাবে বিজয়ীর হাতে একটি ল্যাপটপ তুলে দেন এম পি খোকা ।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ন আহব্বায়ক মোহাম্মদ আলী হোসেন আলী , উপজেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক মোঃ শহিদ,রুহুল আমিন মেম্বার,ঁ জাতীয় পার্টি ও  সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ।


Post a Comment

Disqus