ফারুক হাসান / বর্তমান বার্তা/ ১০ ফেব্রুয়ারি ২০১৫/ পল্লীবিদ্যুত সমিতি একটি সেবামুলক প্রতিষ্ঠান । গ্রাহকদের প্রতক্ষ্য ভাবে সেবা প্রদান করে এই প্রতিষ্ঠান । এসব কথা মাথায় রেখে আমি দির্ঘদিন যাবত এই প্রতিষ্ঠানে কাজ করে যাচ্ছি । গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদানের লক্ষ্যে আমার যা করনীয় তা করতে কখনোই অবহেলা ও কার্পন্য করিনি। গ্রাহকদের দুর্ভোগ কমাতে এবং সেবার মান বাড়াতে যখন যা করনিয় তা যথা সময়ে করেছি । গত দেড় বছরে মিটার জট, সাবস্টেষন আপগ্রেড , ওভার লোড নিরশন, ট্রান্সমিটার পরিবর্তন সহ ৩৩ কে বি লাইন নির্মান করতে সাহস নিষ্ঠা ও পরিশ্রম করে সুষ্ঠভাবে এবং সুচারুভাবে সম্পুর্ন করতে সচেষ্ট থেকেছি। নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির সোনারগাঁ জোনাল অফিসের এ জি এম (ও এন্ড এম ) মোঃ কামরুজ্জামান এর সাথে একান্ত সাক্ষাতকার কালে এসব কথা বলেন । তিনি সিরাজগঞ্জ জেলার সাহাজাদ পুর উপজেলার কেজুরি গ্রামের মোঃ আশ্রাফুল ইসলাম ও মোছাম্মদ জাহানারা ইসলামের ছেলে। ১৯৯২ সালে এস এস সি, ১৯৯৪ সালে এইচ এস সি,১৯৯৫ সালে প্রকৌশল ডিল্পোমা পরিক্ষায় প্রথম বিভাগে উর্ত্তিন এবং বি এস সি ইনঞ্জিনিয়ারিং ২০০২ সালে দ্বিতীয় শ্রেনীতে উর্ত্তিন হয়ে ৭ এপ্রিল ২০০৩ নাটোর পল্লী বিদ্যুত সমিতি ১ এ উক্ত পদে নিযুক্ত হয়ে ১৯ সেপ্টেম্বর ২০০৪ এ ময়মিনসিং পল্লী বিদ্যুত সমিতি ,২ জুন ২০০৫ এ গাজীপুর পল্লী বিদ্যুত সমিতি এলাকায় সফলতার সহিত পেশাগত দায়িত্ব পালন করে বর্তমানে তিনি নারায়নগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির সোনারগাঁ জোনাল অফিসে কর্মরত আছেন । তিনি নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে বদ্ধপরিকর ।
Post a Comment
Facebook Disqus