ঢাকা প্রতিনিধি / বর্তমান বার্তা /২২ ফেব্রুয়ারি/ রাজধানীর আগারগাঁও বিএনপি বস্তিতে অভিযান চালিয়ে নয়টি হাতবোমাসহ এক যুবককে আটক করেছে র্যাব।
র্যাব-২ এ দায়িত্বরত সহকারী পুলিশ সুপার মারুফ আহমেদ জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে ওই বস্তিতে অভিযান চালানো হয়।
আটক যুবকের নাম মো. রাজীব (২৮)। বস্তিতে তার ঘরে নয়টি হাতবোমা পাওয়া যায়।
র্যাব কর্মকর্তা মারুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চলমান নাশকতায় বোমাগুলো ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে বলে আমরা ধারণা করছি। রাজীবকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
তবে রাজীব কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত কি-না তা জানাতে পারেননি তিনি।
Post a Comment
Facebook Disqus