কাজি রোমান /বর্তমান বার্তা ডট কম/ ২২ ফেব্রুয়ারি/ বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি দক্ষিণ আফ্রিকার। কুইন্টন ডি ককের পর বিদায় নিয়েছেন হাশিম আমলা।
১১ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২ উইকেটে ৪৩ রান। ফাফ দু প্লেসি ৮ ও এবি ডি ভিলিয়ার্স ১ রানে ব্যাট করছেন।
মোহাম্মদ সামির বলে বিরাট কোহলির হাতে ধরা পড়েন কুইন্টন ডি কক। ভারতের বিপক্ষে আগের তিন ম্যাচেই শতক করেছিলেন এই ব্যাটসম্যান। এবার ফিরলেন ৭ রান করে।
মোহিত শর্মার বলে সীমানায় সামির তালুবন্দি হয়ে ফিরেন হাশিম আমলা।
শিখর ধাওয়ানের শতকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় সংগ্রহ গড়েছে ভারত। বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়ের জন্য ৩০৮ রান চাই এবি ডি ভিলিয়ার্সের দলের।
ক্যারিয়ার সেরা ইনিংস খেলার পথে বিরাট কোহলি ও অজিঙ্কা রাহানের সঙ্গে শতরানের দুটি অসাধারণ জুটি গড়ে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন ধাওয়ান। আরো বড় সংগ্রহের সম্ভাবনা জাগালেও শেষ দিকে দ্রুত উইকেট হারানোয় তত রান করতে পারেনি শিরোপাধারী ভারত।
রোববার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ‘বি’ গ্রুপের ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ৩০৭ রান করে ভারত।
শুরুটা ভালো হয়নি ভারতের। দলীয় ৯ রানে প্রথম উইকেট হারায় তারা। এবি ডি ভিলিয়ার্সের সরাসরি থ্রোয়ে রান আউট হয়ে যান রোহতি শর্মা।
দ্বিতীয় উইকেটে বিরাট কোহলির সঙ্গে ১২৭ রানের জুটি গড়ে দলকে সুবিধাজনক জায়গায় পৌঁছে দেন ধাওয়ান। ইমরান তাহিরের বলে কোহলি ফাফ দু প্লেসির তালুবন্দি হলে ভাঙে ২৪.২ ওভার স্থায়ী জুটি।
তৃতীয় উইকেটে অজিঙ্কা রাহানের সঙ্গে ১৬.৩ ওভার স্থায়ী ১২৫ রানের আরেকটি চমৎকার জুটি উপহার দেন ধাওয়ান। ওয়েইন পার্নেলের বলে হাশিম আমলার ক্যাচে পরিণত হয়ে থামে তার ১৩৭ রানের দারুণ ইনিংসটি।
বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটাই ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। আগের সর্বোচ্চ রানের ইনিংসটি খেলেছিলেন স্টিফেন ফ্লেমিং। ২০০৩ এর আসরে দলকে জয় এনে দেয়ার পথে ১৩৪ রানে অপরাজিত ছিলেন নিউ জিল্যান্ডের এই বাঁহাতি ব্যাটসম্যান।
ক্যারিয়ারের সপ্তম শতকে পৌঁছানো ধাওয়ানের ১৪৬ বলের ইনিংসটি ১৬টি চার ও ২টি ছক্কা সমৃদ্ধ। ব্যক্তিগত ৫৩ রানে পার্নেলের বলেই আমলার হাতে একবার জীবন পান এই বাঁহাতি ব্যাটসম্যান।
ধাওয়ানের বিদায়ের পর সুরেশ রায়না, রাহানে ও রবিন্দ্র জাদেজার দ্রুত বিদায়ে অস্বস্তিতে পড়ে ভারত। ৭৯ রান করা রাহানের ৬০ বলের আক্রমণাত্মক ইনিংসটি গড়া ৭টি চার ও ৩টি ছক্কায়।
অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ১০ বলে খেলা ১৮ রানের আক্রমাত্মক ইনিংসে তিনশ’ পার হয় ভারতের সংগ্রহ।
দক্ষিণ আফ্রিকার পেসার মর্নে মরকেল ২ উইকেট নেন ৫৯ রানে।
Post a Comment
Facebook Disqus