জহিরুল ইসলাম সিরাজ/ বর্তমান বার্তা ডট কম/ ২১ ফেব্রুয়ারি ২০১৫ ঃ নারায়গঞ্জের সোনারগাঁ পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকায় রাতে মসজিদ- মাদ্রাসায় মাইকিং করে প্রতিটি এলাকার জনসাধারনদেরকে এলাকায় ডাকাত ঢুকার কথা বলে সাবধান করেন। ২১ ফেব্রুয়ারি শনিবার রাত ১১টার থেকে ভোর পর্যন্ত মাইকিং চলে । এসময় মাইকিং শুনে এলাকায়, এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে। পরে ঘর থেকে পুরুষ, মহিলা, বৃদ্ধ ও যুবক-যুবতীসহ লাঠিসোটা ও দেশীও অস্ত্র সস্ত্র হাতে নিয়ে ঘর থেকে বের হয়ে রাস্তায় নেমে পড়ে।
সোনারগাঁ পৌরসভার এলাকার হাতেম আলী , কামাল ,আনোয়ার হোসেন, ইমান আলীসহ আরো অনেকে জানান, প্রায় রাত সাড়ে এগারটার দিকে মসজিদদে মসজিদদে যখন মাইকিং করে ডাকাত এলাকায় ঢুকে পরার কথা শুনে ছি তখন আমাদের মনের ভিতর ভয় ঢুকে পরে । এসময় কোথায় যাব কি করব বেভে পাচ্ছিলাম না। পরে বাড়ি ও এলাকার লোকজনদের ডাকা ডাকি করে তাদের সঙ্গে নিয়ে হাতের কাছে যা পেয়েছি তাই নিয়ে রাস্তায় নেমে আসি।
সোনারগাঁ থানায় যোগাযোগ করাহলে ডিউটি অফিসার এএস আই আল আমীন বলেন, বিভিন্ন জায়গা থেকে ফোন আসতেছে। আমরা প্রতিটি এলাকায় পুলিশের টল বারিয়ে দিয়েছি।
সোনারগাঁ থানার অফিসার্স ইনচার্জ কামরুল ইসলাম বলেন, এলাকার মানুষে মনে প্রতি আতঙ্ক ছড়িয়ে দেওয়ার জন্য একটি মহল এ ধরনে ঘটনা ঘটাতে পারে কিন্তু কোথাও ডাকাতির ঘটনা ঘটেনি। এটি নিহাত গুজব। আমি পুলিশে দল বল সাথে নিয়ে রাতভর বিভিন্ন এলাকা ঘুরেছি এবং পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
Post a Comment
Facebook Disqus