
দীপক সূত্রধর / বর্তমানবার্তা / ১৮ ফেব্রুয়ারি ২০১৫ঃ শিব চতুর্দশী পূজা উপলক্ষে পৌরসভার কৃষ্ণপুরা শ্রী শ্রী শ্যামাকালী মন্দিরে শত শত নর-নারীর উপস্থিতিতে আমবস্যা পূজা সহ শিবযজ্ঞ অনুষ্ঠিত হয়। চারজন ব্রাহ্মন এই মহা যজ্ঞানুষ্ঠান পরিচালনা করেন। জগতের মঙ্গল ও শান্তি কামনার্থে এই যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে প্রধান পুরোহিত রামপদ ভট্টাচার্য জানান।
উপস্থিত ভক্তবৃন্দরা সারাদিন উপবাস থেকে জগতের মঙ্গল কামনায় এই যজ্ঞানুষ্ঠানে অংশগ্রহণ করেন বলে সন্ধ্যা ভট্টাচার্য ও সুনীল বিশ্বাস জানান। প্রতি বছরের ন্যায় এবারও ব্যাপক জাকজমক পূর্নভাবে সোনারগাঁওয়ের কৃষ্ণপুরা শ্রী শ্রী শ্যামাকালী মন্দির, উদ্ধবগঞ্জ মহাশ্মশান ও লাধুরচর মহাশ্মশান সহ বিভিন্ন স্থানে শিব চতুর্দশী পূজা অনুষ্ঠিত হয়। পূজা শেষে উপস্থিত ভক্তবৃন্দদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
Post a Comment
Facebook Disqus