
দ্বীপক সূত্র ধর /বর্তমান বার্তা / ১৮ ফেব্রুয়ারি ২০১৫ : সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের উভয় পক্ষ মিলিত হয়ে এক আলোচনা সভা গতকাল বুধবার বিকেলে বারদী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েয়ে। সভায় উপজেলার সমসস্ত এলাকার নেতা-কর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডঃ সামছুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনারগাঁওয়ের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহ্ফুজুর রহমান কালাম। অন্যদেরর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি গাজী মজিবুর রহমান, জেলা আওয়ামী যুব আইনজীবী পরিষদের সভাপতি এডঃ ফজলে রাব্বী, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম প্রমুখ। দীর্ঘ দিন ধরে সোনারগাঁও আওয়ামী দু’পক্ষের মধ্যে যে বিরুপ আচরণ চলে আসছিল এই সভাটি যেন ঐক্যের শুভ সংকেত দেখা দিচ্ছে। যৌথ সভাটি অনুষ্ঠিত হওয়ায় তৃণমূল নেতাকর্মীদের মাঝে যেন নতুন আশার সঞ্চার হয়েছে। যথাযোগ্য মর্যাদায় মহান একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন উপলক্ষে এই যৌথ সভার আয়োজন করা হয়।
এ সময় পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা বন্ধ, সারাদেশে জ্বালাও-পোড়াও, বোমাবাজি, নৈরাজ্য, জামাত-শিবির, রাজাকার, মানবতাবিরোধীদের প্রশয়দাতা খালেদা জিয়ার আগ্রাসী কর্মকান্ড বন্ধ, সারাদেশের মাধ্যমিক পরীক্ষায় শিক্ষার্থীদের পরীক্ষা বানচাল ও অবৈধ হরতাল-অবরোধ বন্ধের আহবান জানান বক্তারা।
Post a Comment
Facebook Disqus