![]() |
| সোনারগাঁয়ে নসিমন খাদে পরে ব্যবসায়ী নিহত |
জহিরুল ইসলাম সিরাজ/ বর্মান বার্তা ডট কম/ ২৬ফেব্রুয়া ি২০১৫ঃ -চট্রগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আষারিয়ার চর এলাকায় মঙ্গলবার সকালে মাল বোঝাই একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পরে যায়। এতে ঘটনাস্থলেই এক ব্যক্তি নিহত ও চালক আহত হন। আহতকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাইওয়ে থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোগরাপাড়া চৌরাস্তা রাজিয়া প্লাজায় মা পল্ট্রিফিড এন্ড মেডিসিন নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানের মালিক ইলিয়াস আলী (৪২) সকাল ৮টার দিকে একটি নসিমনে মুরগীর খাবার নিয়ে ভবেরচর যাওয়া পথে উপজলার আষারিযার চর এলাকায় আসলে নসিমন নিয়ন্ত্রণ হারিয় খাদে পরে যায়। এসময় গাড়িতে থাকা ব্যবসায়ী ইলিয়াস আলী ঘটনাস্থইেন মারা যান এবং চালক গুরুত্বর আহত হয়। আহত চালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিহত ইলিয়াস উপজেলার পিরোজপুর ইউনিয়নের পাচকানিরকান্দি গ্রামের ওহায়াব মিয়ার ছেলে।
হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, ব্যবসায়ী ইলিয়াস আলী নসিমনে মুরগীর খাবার বোঝাই করে মোগরাপাড়া চৌরাস্তা থেকে ভবের চর যাওয়ার পথে আষারিয়ার চর এস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পরে গেলে নসিমনের চাপায় ঘটনাস্থলে মারা যান তিনি। এসময় গুরুত্ব¡ আহত অবস্থায় এলাকাবাসী চালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

Post a Comment
Facebook Disqus