জহিরুল ইসলাম সিরাজ / বর্তমান বার্তা / ০৬ ফেব্রুয়ারী ২০১৫ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যের বাজার মেঘনা নদীর পাড়ে গতকাল শুক্রবার বিকেলে ঐতিহাসিক  ঘুড়ি খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় পুরস্কার প্রধান অকিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের এমপি লিয়াকত হোসেন খোকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খলিলুর রহমান, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ও ভট্রপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু নাঈম ইকবাল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রুহুল আমীন মোল্লা, দেলোয়ার হোসেন দেলু, জাতীয় পাির্টির নেতা বিল্লাল মুন্সি,শাহ জালাল, ফজলুল হক মাষ্টার,গাজী শাহিন, খবির মাষ্টার, বৈদ্যের বাজার সরকারি প্রথিমিক বিদ্যালয় পরিচালনা কমিটির  সভাপতি মল্লিক মুঞ্জুর হোসেন হিরু প্রমুখ। খেলায় আলী হোসেন লাল দল ও মোক্তার হোসেন কালো দল নিয়ে প্রতিদ্বন্ধিতা করে। প্রতিটি দলে ৯জন করে খেলায় সদস্য করে অংশ গ্রহণ করেন। এতে কালো দলকে   হাড়িয়ে  লাল দল বিজয়ী হন। এসময় প্রধান অতিথি বিজয়ীদের হাতে ২১ ইঞ্চি একটি কালার টেলিভিশন তুলে দেন এবং খেলোয়ারদের উৎসাহিত করতে এমপি লিয়াকত হোসেন খোক নিজ থেকে নগত ১০ হাজার টাকা ও দুই দলের ১৮ জন খেলার সদস্যদের মধ্যে ১৮টি হাত ঘড়ি পুরষ্কৃত করেন।


Post a Comment

Disqus