বর্তমান বার্তা ডট কম/ প্রভাস / ২৭ ফেব্রুয়ারি/ বিশ্বের বিভিন্ন দেশের কারাগারে বিভিন্ন কারণে ৪৫৭৭ জন বাংলাদেশি আটকআছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকারমোশাররফ হোসেন। মঙ্গলবার দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর
টেবিলে উত্থাপিত প্রশ্নে তিনি এতথ্য জানান। মন্ত্রী জানান, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের কারাগারে বিভিন্নঅপরাধের কারণে বাংলাদেশি আটক আছে। এর মধ্যে মালয়েশিয়ায় ২ হাজার ১৩১ জন, সৌদি আরবে ৪৬৭ জন, সংযুক্ত আরব আমিরাতে ১ হাজার ৫১ জন, কুয়েতে ৭৫ জন, বাহরাইনে ১৩ জন, ইরাকে ১২০ জন, দক্ষিণ কোরিয়ায় পাঁচ জন, তুরস্কে ১৪ জন, লেবাননে ১০৪ জন, জাপানে ১৩ জন, মালদ্বীপে ৪০ জন, ওমানে ৫০১ জন, মিশরে ২০জন, ইরানে ১৭ জন এবং বুলগেরিয়ায় ০৬ জন।

Post a Comment

Disqus