সোনারগাঁয়ে পুলিশী অভিযানে ৪ ডাকাত গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার /বর্তমান বার্তা ডট কম/২৮ ফেব্রুয়ারী ২০১৫/  সোনারগাঁ উপজেলার পিরোজ পুর এলাকা থেকে ৪ ডাকাত গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে,নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজ পুর ইউনিয়নের পিয়ার নগর এলাকায় পুলিশ অভিযান চালায়। এসময় ২৮ ফেব্রুয়ারি শুক্রবার গভীর রাতে  ৪ ডাকাত গ্রেপ্তার করে সোনারগাঁ থানা পুলিশ।
মোগরাপাড়া থেকে মঙ্গলেরগাঁও যেতে পিয়ার নগর পুলিশ বক্সের পাশে শুক্রবার রাত ২টার দিকে ১২ থেকে ১৩ জনের একদল ডাকাত রাস্তার পাশ থেকে গাছ কেটে সিএনজি চালিত অটো রিকশায় ডাকাতির চেষ্টা চালায় । এসময় ফতুল্লা থানার চর পছন্দ নগর এলাকার মৃত কাজিম উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন,উপজেলার পিরোজপুর ইউনিয়নের (পাচানি) শান্তি নগর এলাকার আবদুল ব্যাপারীর ছেলে মাসুম বিল্লা, আব্দুল রশিদ মিয়ার ছেলে স্বপন ও কামালকে গ্রেপ্তার করেএবং অন্যেরা পালিয়ে যায়।
এস আই আমিনুল ইসমাম ও এ এস আই আজাদ এই টিমের নেতৃত্বে ছিলেন।

Post a Comment

Disqus