শ্রীলেখার দিকে কু-নজর!
আকাশ  /বর্তমান বার্তা ডট কম / ০১  মার্চ ২০১৫ / মঞ্চে জমিয়ে অভিনয় করছেন শ্রীলেখা। আর তাঁকে আড় চোখে দেখে চলেছে, পরমব্রত। যে কেউ বলে দিতে পারে, সে দৃষ্টি সাধারণ নয়। সে এক প্রেমিকের দৃষ্টি, যা থেকে ঝড়ে পরছে ভালোবাসা। না ভুল বুঝবেন না। আসলে শুট চলছে,পরিচালক কৌশিক ঘোষের আপাকামিং বাংলা ছবি ‘কাদম্বরি’র।
যেখানে এই ছবির একটি দৃশ্যে, নটী বিনোদিনী চরিত্রে মঞ্চে অভিনয় করছেন শ্রীলেখা মিত্র।
অন্যদিকে ঠাকুর বাড়ির, ছোট ছেলে রবীন্দ্র নাথের বেশে তাঁকে দেখে চলেছেন পরমব্রত। তবে এই ছবিতে কাদম্বরির চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কঙ্কনা সেনশর্মাকে। এছাড়া এই সিনেমায় অভিনয় করছেন কৌশিক সেন।


Post a Comment

Disqus