পাকিস্তানের বিপক্ষে ম্যাচে আপত্তিকর ভাষায় কথা বলায় ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন ব্রাভোকে।
চলতি বিশ্বকাপে এ নিয়ে ওয়েস্ট ইন্ডিজ দলের দুই জন ক্রিকেটার আচরণবিধি ভাঙায় জরিমানার শিকার হলেন।
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে শনিবার পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ শেষে ব্রাভোকে জরিমানা করেন ম্যাচ রেফারি ডেভিড বুন। ব্রাভো দোষ স্বীকার করে নেওয়ায় শুনানির কোনো দরকার হয়নি।
ম্যাচে আপত্তিকর এ ঘটনাটি তিনি ঘটান ব্যাটিংয়ের সময়।
৭৮ বলে ৪৯ রানের ইনিংস আহত হয়ে অবসরে যান ব্র্যাভো। ম্যাচটিতে পাকিস্তানকে ১৫০ রানে হারায় তার দল।
আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আচরণবিধি ভাঙার জন্য ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা দিতে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক ড্যারেন স্যামিকে।
Post a Comment
Facebook Disqus