বিশ্বকাপে টানা দুই ম্যাচ হারে পাকিস্তানের কোয়ার্টার-ফাইনালে ওঠার পথটা আরো কঠিন হয়ে গেছে। দলটির অধিনায়ক মিসবাহ-উল-হকও মানছেন, এমন খেলতে থাকলে তার দলের লক্ষ্য পূরণের আশা শেষ হয়ে যেতে পারে।
ষ্টাফ রিপোর্টার /ক্রিকেট / বর্তমান বার্তা ডট কম/ ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে শনিবার ওয়েস্ট ইন্ডিজের তোলা ৩১০ রানের জবাব দিতে নেমে ১৬০ রানে অলআউট হয় পাকিস্তান। অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ৭৬ রানে হেরেছিল তারা।
ভারতের পর ওয়েস্ট ইন্ডিজের কাছে বড় হারের প্রতিক্রিয়ায় পাকিস্তান অধিনায়ক মিসবাহ বলেন, “এমন পারফরম্যান্স আপনাকে ক্ষতি করতে পারে।”
তবে শঙ্কা থাকলেও আশা ছাড়ছেন না ক্রাইস্টচার্চের ম্যাচে ব্যাটসম্যান হিসেবেও ব্যর্থ হওয়া মিসবাহ। মাত্র সাত রান তোলা অধিনায়ক অবশ্য আগামী ১ মার্চের জিম্বাবুয়ের বিপক্ষের ম্যাচে মনোযোগ দেয়ার কথা জানান।
“আমরা কিছু সময় পাচ্ছি। পরের ম্যাচটি নয় দিন দূরে। মানসিকভাবে আমাদের ফিরে আসতে হবে এবং আমাদের খেলা নিয়ে ভাবতে হবে।”
বল হাতেও ইরফান-সোহেলরা ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের পরীক্ষা নিতে পারেননি; শেষ দিকে রান বিলিয়েছেন বেশি। ক্যারিবিয়দের কাছে হারের কারণ হিসেবে উইকেটে সুবিধা বোলারদের কাজে লাগাতে না পারার কথা বলেন মিসবাহ।
“আজ, বিশেষ করে টস জেতার পর, উইকেটে কিছু একটা ছিল কিন্তু সেটা আমরা কাজে লাগাতে পারিনি। শেষ দিকের কিছু ওভারে বেশি রানও দিয়েছি আমরা। গত দুই ম্যাচে শেষ দিকের ওভারে বোলাররা ভালো করেছিল।”
নিউ জিল্যান্ডের পেস সহায়ক উইকেটের সুবিধা কাজে লাগিয়েছে ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। টেলর-রাসেলদের বোলিং তোপের মধ্যে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ প্রতিরোধ গড়েন শোয়েব মাসুদ; ৬৬ বলে ৫০ রান করেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। প্রতিপক্ষের বোলারদের তাই প্রশংসা করতে ভোলেননি মিসবাহ।
শোয়েব, আফ্রিদি ও উমর আকমল-পাকিস্তানের এই তিন ব্যাটসম্যান কেবল ক্রাইস্টচার্চের ম্যাচে দুই অঙ্কের রান তুলতে পারেন। মিসবাহ জানান, এভাবে নয়, একটা দল হয়ে খেললেই জয়ের নাগাল পাবে তার দল।
“প্রস্তুতি ম্যাচে তারা ভালো ব্যাটিং করেছে এবং এটা আমাদের জন্য ইতিবাচক। কিন্তু আমাদেরকে একটা দল হয়ে জ্বলে উঠতে হবে। এক-দুই জন পারফর্ম করে আপনাকে জয় এনে দিতে পারবে না।”
ভারতের পর ওয়েস্ট ইন্ডিজের কাছে বড় হারের প্রতিক্রিয়ায় পাকিস্তান অধিনায়ক মিসবাহ বলেন, “এমন পারফরম্যান্স আপনাকে ক্ষতি করতে পারে।”
তবে শঙ্কা থাকলেও আশা ছাড়ছেন না ক্রাইস্টচার্চের ম্যাচে ব্যাটসম্যান হিসেবেও ব্যর্থ হওয়া মিসবাহ। মাত্র সাত রান তোলা অধিনায়ক অবশ্য আগামী ১ মার্চের জিম্বাবুয়ের বিপক্ষের ম্যাচে মনোযোগ দেয়ার কথা জানান।
“আমরা কিছু সময় পাচ্ছি। পরের ম্যাচটি নয় দিন দূরে। মানসিকভাবে আমাদের ফিরে আসতে হবে এবং আমাদের খেলা নিয়ে ভাবতে হবে।”
বল হাতেও ইরফান-সোহেলরা ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের পরীক্ষা নিতে পারেননি; শেষ দিকে রান বিলিয়েছেন বেশি। ক্যারিবিয়দের কাছে হারের কারণ হিসেবে উইকেটে সুবিধা বোলারদের কাজে লাগাতে না পারার কথা বলেন মিসবাহ।
“আজ, বিশেষ করে টস জেতার পর, উইকেটে কিছু একটা ছিল কিন্তু সেটা আমরা কাজে লাগাতে পারিনি। শেষ দিকের কিছু ওভারে বেশি রানও দিয়েছি আমরা। গত দুই ম্যাচে শেষ দিকের ওভারে বোলাররা ভালো করেছিল।”
নিউ জিল্যান্ডের পেস সহায়ক উইকেটের সুবিধা কাজে লাগিয়েছে ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। টেলর-রাসেলদের বোলিং তোপের মধ্যে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ প্রতিরোধ গড়েন শোয়েব মাসুদ; ৬৬ বলে ৫০ রান করেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। প্রতিপক্ষের বোলারদের তাই প্রশংসা করতে ভোলেননি মিসবাহ।
শোয়েব, আফ্রিদি ও উমর আকমল-পাকিস্তানের এই তিন ব্যাটসম্যান কেবল ক্রাইস্টচার্চের ম্যাচে দুই অঙ্কের রান তুলতে পারেন। মিসবাহ জানান, এভাবে নয়, একটা দল হয়ে খেললেই জয়ের নাগাল পাবে তার দল।
“প্রস্তুতি ম্যাচে তারা ভালো ব্যাটিং করেছে এবং এটা আমাদের জন্য ইতিবাচক। কিন্তু আমাদেরকে একটা দল হয়ে জ্বলে উঠতে হবে। এক-দুই জন পারফর্ম করে আপনাকে জয় এনে দিতে পারবে না।”
Post a Comment
Facebook Disqus