রূপগঞ্জ প্রতিনিধি / বর্তমান বার্তা / ৪ ফেব্রুয়ারি/ রূপগঞ্জে এক ব্যক্তির কাছে চাঁদাবাজির অভিযোগে দুই ভুয়া সাংবাদিককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী । মঙ্গলবার রাতে উপজেলার শিংলাব
এলাকায় চাঁদাবাজির সময় হাতে-নাতে আটকের পর গণপিটুনির শিকার হন তারা গণধোলাইয়ের শিকাররা হলেন, গাজীপুর জেলার কালিগঞ্জ থানার জাঙ্গালিয়া এলাকার আবু সাঈদের ছেলে মাহবুব আলম (২৯) ও ফরিদপুর জেলার কোতয়ালী থানার কেশবপুর এলাকার মৃত মামুনের ছেলে সেলিম শেখ (৪২)। ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) রবিউল ইসলাম জানান, শিংলাব এলাকার রোমাজ্জল হোসেন খাঁন নামে এক ব্যক্তির কাছ থেকে বিভিন্ন সাপ্তাহিক ম্যাগাজিন পত্রিকার দুই ভুয়া সাংবাদিক কয়েকদিন ধরে চাঁদা দাবি করে আসছিলেন। মঙ্গলবার রাতে রোমাজ্জল হোসেন খাঁনের বাড়িতে গিয়ে তার স্ত্রীর কাছে ফের চাঁদা দাবি করেন। এসময় দাবিকৃত চাঁদা দিতে অস্বীকার করায় ওই ব্যক্তির স্ত্রীকে হুমকি-ধামকি দেয়া হয়। এসময় রোমাজ্জল হোসেন খাঁনের স্ত্রীর চিৎকার শুনে আশ-পাশের লোকজন ছুটে এসে ওই দুই ভুয়া সাংবাদিকে আটক করে গণপিটুনি দেন। পরে গণধোলাইয়ের শিকার ওই দুই জনকে রূপগঞ্জ থানা পুলিশে সোপর্দ করা হয়। এ ব্যপারে রূপগঞ্জ থানায় চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে। আসামীদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

Post a Comment
Facebook Disqus