
স্টাফ রিপোর্টার /বর্তমান বার্তা / ৪ ফেব্রুয়ারি/ নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ আলহাজ্ব আব্দুল্লাহ্ আল কায়সার বলেছেন, সোনারগাঁয়ের উত্তরাঞ্চলে জামায়াত-শিবির ও বিএনপির সন্ত্রাসীরা আজ ভয়ঙ্কর হয়ে উঠেছে। তাদের সাহস এত বেড়েছে যে, তারা আ’লীগ কার্যালয়েও অগ্নিসংযোগ করতে দ্বিধাবোধ করছে না।
আর এর কারণ সোনারগাঁ আ’লীগ এতদিন ধৈর্য্য ধারণ করেছিল। দেশের অন্যান্য এলাকার ন্যায় আমরা আগে থেকেই কঠোর ভূমিকা পালন করলে তারা আজ এতটা সাহস পেত না। তবে তাদের আর ছাড় দেয়া হবে না। আপনারা ঘরে ঘরে, ব্যবসা প্রতিষ্ঠানে, এমনকি গাড়ির মধ্যেও সাড়ে তিন হাত লাঠি রাখবেন এবং দুষ্কৃতিকারীদের দেখামাত্র পিটিয়ে হাত-পা ভেঙ্গে পুলিশে সোপর্দ করবেন। তবে কেউ ব্যক্তিগত আক্রোশে নিরীহ মানুষের উপর হামলা চালাবেন না। গতকাল বুধবার বিকেলে জামায়াত-শিবিরের ঘাঁটি হিসেবে পরিচিত সোনারগাঁয়ের উত্তরাঞ্চলে এশিয়ান হাইওয়ে দিয়ে নয়াপুর-বস্তল পর্যন্ত আ’লীগের বিশাল লাঠি মিছিল শেষে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে সোনারগাঁয়ের সাবেক সাংসদ আব্দুল্লাহ্ আল কায়সার এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, নারায়ণগঞ্জ জেলা আইনজীবি সমিতির সভাপতি এড. ফজলে রাব্বী, সাদিপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রশিদ মোল্লা, আ’লীগ নেতা এড. আনোয়ার হোসেন, থানা যুবলীগ নেতা রফিকুল ইসলাম নান্নু, জামপুর ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব হুমায়ূন কবির ভূঁইয়া, সাদিপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম,থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মাসুদুল ইসলাম মাসুম, আ’লীগ নেতা হযরত আলী মেম্বার,মাঈনউদ্দিন, আসাদুর রহমান আসাদ, সাদিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সালাহউদ্দিন মোল্লা মাসুম,জামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি দেওয়ান মোস্তাফিজুর রহমান, সাদিপুর ইউনিয়ন যুবলীগ নেতা দেলোয়ার হোসেন, আমির হোসেন, চাহেল মোল্লা, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সোনারগাঁ শাখার সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, ছাত্রলীগ নেতা রবিন, আল-আমিন, রাসেলসহ আ’লীগ ও অঙ্গসংগঠনের অগনিত নেতাকর্মী। লাঠি মিছিল ও প্রতিবাদ সভা শেষে সাবেক সাংসদ আব্দুল্লাহ্ আল কায়সার নেতাকর্মীদের নিয়ে গত মঙ্গলবার রাতে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে যাওয়া জামপুর ৫নং ওয়ার্ডের আ’লীগ কার্যালয় পরিদর্শন করেন।
Post a Comment
Facebook Disqus