কাজি রোমান / বর্তমান বার্তা  / সোনারগাঁ/ ৪ ফেব্রুয়ারি : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুরে আওয়ামীলীগের ওয়ার্ড কার্যালয়ে আগুনদিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ১০টায় উপজেলার জামপুর মাঝেরচর এলাকায়অবস্থিত আওয়ামীলীগের ৫নং ওয়ার্ড কার্যালয়ে এ আগুন দেয়া হয়। আগুনেকার্যালয়ের বেশির ভাগ অংশ পুড়ে গেছে। তবে
কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবেআওয়ামীলীগ কার্যালয়ে আগুন দেয়ার বিষয়টি অস্বীকার করেছেন সোনারগাঁ থানার এসআই মো: ইয়াসিন মুন্সি। তিনি জানানসোনারগাঁওয়ে আওয়ামী লীগের কোনকার্যালয়ে আগুন দেয়া কোন ঘটনা ঘটেনি।

Post a Comment

Disqus