ষ্টাফ রিপোর্টার / বর্তমান বার্তা / সোনারগাঁ/ ৪ ফেব্রুয়ারি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়াবাজার জগমোহনপুর এলাকায় গত মঙ্গলবার ভোর রাতে আইকন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলায় সোনারগাঁয়ের ৯ অগ্নিদগ্ধ খৈ ব্যবসায়ীর চিকিৎসার ব্যয় বহনসহ সার্বিক সহায়তা করার আশ্বাস দিয়েছেন
সনমান্দি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহাবুদ্দিন সাবু। তিনি অগ্নিদগ্ধদের খোঁজ-খবর নিতে গিয়ে বুধবার সকালে এ আশ্বাস দেন। এ সময় সনমান্দি ইউপি চেয়ারম্যান আরো বলেন,বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা দেশব্যাপী রক্তের হোলি উৎসবে মেতে উঠেছে। কি দোষ ছিল সনমান্দির এই খেঁটে খাওয়া নিরীহ ব্যবসায়ীদের। তারাতো রাজনীতি বুঝেনা। তারা মাথার ঘাম পায়ে ফেলে সংসার চালায়। সন্ত্রাসীরা ওদের কেন ঝলসে দিলো। এভাবে নিরীহ জনগণের ওপর পেট্রোল বোমা মেরে যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাকে কলুষিত করছেআজ সময় এসেছে তাদের রুখে দাঁড়াবার। আমি এ ৯অগ্নিদগ্ধ ব্যবসায়ীর চিকিৎসাসহ যাবতীয় সমস্যার সমাধানকল্পে সাধ্য অনুযায়ী সহায়তা করবো। সোনারগাঁয়ের সাংসদ লিয়াকত হোসেন খোকা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও সহায়তা করা হবে। চেয়ারম্যান শাহাবুদ্দিন সাবুর সাথে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনসনমান্দি ইউনিয়ন কৃষকলীগের সভাপতি জামাল মিয়ালীগ নেতা খোরশেদ মোল্লাযুবলীগ নেতা মোবারক হোসেনমনিরবিল্লাল হোসেনইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সবুজসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

Post a Comment

Disqus