ষ্টাফ রিপোর্টার / বর্তমান বার্তা / ০৫ ফেব্রুয়ারী ২০১৫
অধ্যায়-১ (ভৌত বিজ্ঞানের বিকাশ)
১। বৃহস্পতির ১টি উপগ্রহের গ্রহণ পর্যবেক্ষণ করে আলোর বেগ পরিমাপ করেন কে?
ক. স্নেইল খ. রবার্ট হুক গ. টলেমি ঘ. রোমার
২। বলবিদ্যার আবিষ্কারক কে?
ক. নিউটন  খ. লিওনার্দো দ্য ভিঞ্চি
গ. বয়েল ঘ. রোমার
৩। আলোর তড়িৎ চুম্বকীয় তত্ত্বের বিকাশ ঘটান কে?
ক. লেনজ খ. ম্যাক্সওয়েল
গ. টলেমি ঘ. ম্যাক্সপ্লাঙ্ক
৪। পরীক্ষণ নির্ভর বিজ্ঞানী ছিলেন
ক. বেকন খ. অ্যারিস্টটল গ. গ্যালিলিও ঘ. নিউটন
৫। সূর্যগ্রহণ সম্পর্কিত ভবিষ্যদ্বাণী কে দিয়েছিলেন?
ক. পিথাগোরাস খ. রোমার
গ. থেলিস ঘ. ভাস্করাচার্য
৬। বীজগণিতের ও ত্রিকোণমিতির ভিত প্রতিষ্ঠা করেন কে?
ক. বিরুণি খ. খোয়ারিজমী
গ. ইবনে ইউনুস  ঘ. গ্যালিলিও
৭। House of science কত সালে নির্মিত হয়?
ক. ১০০৯ খ. ৯৯৫ গ. ১০১৯ ঘ. ৯৯৭
৮। পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতির প্রবক্তা কে ছিলেন?
ক. নিউটন খ. অ্যারিস্টটল
গ. মহাবীর ঘ. রজারবেকন
৯। প্রাচীন ভারতের অন্যতম শ্রেষ্ঠ জ্যোতির্বিদ কে?
ক. খুত্যান্দি খ. মহাবীর
গ. ভাস্করাচার্য ঘ. আর্যভট্ট
১০। বিজ্ঞানী পর্যবেক্ষণ করেন কার উক্তি?
ক. অ্যারিস্টটল খ. বেকন গ. নিউটন ঘ. বেরুনি
১১। প্রাচীন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্যোতির্বিদ কে?
ক. অ্যারিস্টার্কাস খ. ভন গুয়েরিক
গ. ওটোহান ঘ. ভাস্কারাচার্য
১২। বৃত্তের ব্যাস বৃত্তকে সমদ্বিখণ্ডিত করে কার আবিষ্কার?
ক. কোপারনিকাস খ. আল হ্যাজেন
গ. থেলিস ঘ. রোমার
১৩। আগুন, পানি, মাটি ও বায়ু এই চারটি মৌলের ধারণা দিয়েছিলেন কে?
ক. থেলিস খ. ডেমোক্রিটাস
গ. পিথাগোরাস ঘ. অ্যারিস্টার্কাস
১৪। পদার্থের অবিভাজ্য এককের নাম ‘Atom’ দেন কোন গ্রিক বিজ্ঞানী?
ক. থেলিস খ. পিথাগোরাস
গ. ডেমোক্রিটাস ঘ. অ্যারিস্টার্কাস
১৫। আরব মুসলিম বিজ্ঞানীরা ভৌত বিজ্ঞানের কোন শাখায় সবচেয়ে বেশি পারদর্শী ছিলেন না?
ক. জ্যোতির্বিদ্যায়
খ. রসায়নে
গ. গণিতশাস্ত্রে ঘ. যন্ত্র
১৬। কত সালে মার্কনী বেতার যন্ত্র আবিষ্কার করেন?
ক. ১৮৬৪ সালে খ. ১৮৯৬ সালে
গ. ১৮৫২ সালে ঘ. ১৯০০ সালে
১৭। কোয়ান্টাম তত্ত্বের প্রতিষ্ঠাতা কে?
ক. আলবার্ট আইনস্টাইন
খ. মাক্স প্লাঙ্ক গ. রাদারফোর্ড
ঘ. নীলস বোর
১৮। কোন বস্তু থেকে আলো আমাদের চোখে এলেই আমরা বস্তুকে দেখতে পাই এ কথা কে বলেন?
ক. আল হাজেন খ. স্নেল
গ. রাদারফোর্ড ঘ. নীলস বোর
১৯। প্রাচীন ভারতের অন্যতম শ্রেষ্ঠ জ্যোতির্বিদ ভাস্করাচার্য পৃথিবীর ব্যাস কত নির্ণয় করেছিলেন?
ক. ৭১৮২ মাইল খ. ৮২৭১ মাইল
গ. ৭৯২৬ মাইল ঘ. ৭৯৮২ মাইল
২০। লজি বেয়ার্ড কত সালে টেলিভিশনে চিত্র প্রেরণে সক্ষম হন?
ক. ১৯২৫ সালে খ. ১৯২৬
গ. ১৯২৭ ঘ. ১৯২৮
২১। এর মান নির্ণয় করেন কে?
ক. কনদে খ. মহাবীর
গ. আর্যভট্ট ঘ. ভাস্করাচার্য
২২। ত্রয়োদশ শতকের সবচেয়ে পণ্ডিত ব্যক্তি ছিলেন কে?
ক. রজার বেকন খ. গ্যালিলিও
গ. লিওনার্দো দ্য ভিঞ্চি
ঘ. আলবার্ট ম্যাগনাস
উত্তরগুলো মিলিয়ে নাও : ১.ঘ ২.ক ৩.খ ৪.গ ৫.গ ৬.খ ৭.খ ৮.ঘ ৯.গ ১০.খ ১১.ক ১২.গ ১৩.গ ১৪.গ ১৫.ঘ ১৬.খ ১৭.খ ১৮.ক ১৯.ক ২০.খ ২১.ঘ ২২.ঘ

Post a Comment

Disqus