ষ্টাফ রিপোর্টার /বর্তমান বার্তা/ ৫ ফেব্রুয়ারি সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের দৌলরদী পুরান নগর গ্রামে বৃহস্পতিবার মামলার বাদীর বাড়িতে হামলা চালিয়ে বাদীকে মারধর করে বাড়িঘর ভাংচুর ও লুটপাট করেছে আসামীরা। জামিনে এসে তারা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ৩ হামলাকারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারের পর পুলিশ আসামীদের নারায়ণগঞ্জ আদালতে পাঠিয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বারদী ইউনিয়নের দৌলরদী পুরান নগর গ্রামের রহিমা বেগমের সাথে একই এলাকার আব্দুল মতিনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে আব্দুল মতিন গংদের বিরুদ্ধে রহিমা বেগম একটি মামলা দায়ের করে। এ মামলায় আব্দুল মতিনসহ তার সহযোগিরা আদালতে হাজিরা দিতে গেলে আদালত তাদের জেল হাজতে পাঠায়। পরে মঙ্গলবার আসামীরা আদালত থেকে জামিন নিয়ে বাড়িতে আসে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার সকালে মামলার আসামী আব্দল মতিনের নেতৃত্বে মনির হোসেন, এসেক আলীসহ ১২-২০ জনের একটি দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাদী রহিমা বেগমের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুৃর ও লুটপাট চালায়। পরে রহিমা বেগম সোনারগাঁও থানায় বিষয়টি মোবাইল ফোনে জানালে পুলিশ ওই এলকায় অভিযান চালিয়ে আব্দুল মতিন, মনির হোসেন, এছেক আলী নামের ৩ জনকে গ্রেফতার করে নিয়ে যায়। পুলিশ আসামীদের গ্রেফতারের পর তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠিয়েছে। এ ঘটনায় রহিমা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
সোনারগাঁও থানার ওসি কামরুল ইসলাম জানান, হামলার ঘটনায় ৩জনকে গ্রেফতার করা েেহয়ছে। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
Post a Comment
Facebook Disqus