মোঃ শাহ জালাল/ বর্তমান বার্তা/ ৫ ফেব্রুয়ারি ঃ এক গ্রাম এক সংগঠন সিভিডিপি’র মূল দর্শন” এই শ্লোগানকে কেন্দ্র করে সোনারগাঁয়ে মোগরাপাড়া ইউনিয়নে হাবিবপুর সার্বিক গ্রাম উন্নয়ণ সমবায় সমিতির অফিসের মাঠে গতকাল দুপুরে দর্জিবিদ্যা, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং ও পাইপ ফিটিংস এর উপর ২১ দিন ব্যাপি প্রশিক্ষণোত্তর প্রশিক্ষণ সামগ্রী বিতরণ ও মাসিক যৌথ সভা অনুষ্ঠিত হয়। সোনারগাঁ উপজেলার নির্বাহী অফিসার আবু নাছের ভূঁঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার সহধর্মিনী ডালিয়া লিয়াকত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াছিনুল কবির হাবিব, উপজেলা কৃষি কর্মকর্তা আশেক পারভেজ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তালেব, উপজেলা সমবায় অফিসার শাহিনা আক্তার ডলি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার, সিপিডিপি’র সহকারী কর্মকর্তা পলাশ কুমার সাহা।
প্রধান অতিথি ডালিয়া লিয়াকত বলেন, হাবিবপুর গ্রাম উন্নয়ন সমবায় সমিতির আজকের এই সভাতে আমি উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। উপজেলা নির্বাহী অফিসার ও সংসদ সদস্যের নিকট আমার আকুল আবেদন থাকবে তিনি যেন এই সমিতির প্রতি সার্বিকভাবে খেয়াল রাখেন।দুই বছর পূর্বে হাবিবপুর গ্রাম উন্নয়ণ সমবায় সমিতি চালু হলেও আজকে এর মুলধন হয়েছে প্রায় ২ লাখ টাকা, ৬২ জন সদস্য ও ৫৬টি পরিবার এই সমিতির সাথে জড়িত হয়েছে। আরও উপস্থিত ছিল নুনেরটেক সার্বিক গ্রাম উন্ন্য়ন সমবায় সমিতির কর্মী মোঃ শুক্কুর আলী,হাবিবপুর সার্বিক গ্রাম উন্নয়ণ সমবায় সমিতির ম্যানেজার আফরিন খানম, কবির হোসেন, মোঃ হানিফ ও বিভিন্ন সমবায় সমিতি থেকে আগত কর্মীরা।

Post a Comment
Facebook Disqus