ষ্টাফ রিপোর্টার /বর্তমান বার্তা/ ২২ ফেব্রুয়ারী ২০১৫ঃফরিদপুর সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নে অ্যাম্বুলেন্স নিয়ে ডাকাতি করতে আসা দুইজনকে পিটিয়েছে এলাকাবাসী, যাদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা গেছেন।
কোতোয়ালি থানার ওসি সৈয়দ মোহসিনুল হক জানান, রোববার ভোর রাতে পশ্চিম আলীয়াবাদ গ্রামে এ ঘটনা ঘটে। বিক্ষুব্ধ জনতা অ্যাম্বুলেন্সটিও পুড়িয়ে দিয়েছে।
নিহত মাসুম মৃধা সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের হারুকান্দি এলাকায় থাকতেন। তার বিরুদ্ধে কোতোয়ালি ও ভাঙ্গা থানায় হত্যা, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।
পিটুনিতে আহত দেলোয়ারকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, ৫/৬ জনের একটি দল অ্যাম্বুলেন্সে করে ‘ডাকাতির উদ্দেশ্যে’ ওই এলাকায় যায়। তাদের গতিবিধি দেখে এলাকাবাসীর সন্দেহ হলে তারা আরও লোক ডেকে আনে।
“এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাদের ঘিরে ফেলে। উত্তেজিত জনতা দুইজনকে ধরে পিটুনি দেয়, তবে অন্যরা পালিয়ে যায়।”
পিটুনিতে মাসুম মৃধা ঘটনাস্থলেই মারা যান বলে জানান ওসি। খবর পেয়ে পুলিশ গিয়ে দেলোয়ারকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
Post a Comment
Facebook Disqus